অবশেষে অগ্নিবীর প্রকল্পে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ| Agniveer Prakalpa Recruitment 2022

সুখবরয সুখবর সুখবর ! রাজ্যের যুবক যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর যারা একটি চাকরির জন্য অপেক্ষারত ছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত অগ্নিপথ প্রকল্পের স্টুয়ার্ড শেফ ও হাইজিনিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা নারী ও পুরুষ সকলেই এখানে আবেদন করতে পারবেন যে সমস্ত প্রার্থীর এখানে আবেদন করতে ইচ্ছুক তারা খবরটি বিস্তারিতভাবে জেনে নিন।

পদের নাম :- স্টুয়ার্ড , শেফ ও হাইজিনিস্ট পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সংখ্যা :- স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্ট পদের জন্য মোট শূন্য পদে রয়েছে 200 টি। পুরুষ -160, মহিলা -40 জন। এখানে আবেদন করার জন্য আপনাদের অবিবাহিত হতে হবে।

বয়স :- এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 1 ডিসেম্বর 1999 থেকে 31 মে 2005 এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এছাড়া উচ্চ শিক্ষিতরাও এখানে আবেদন করতে পারবেন ।

বেতন কাঠামো:- এখানে আপনি যখন চাকরি করেন প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। প্রত্যেক বছর এখানে বেতন বৃদ্ধি পাবে। যেমন প্রথম বছরে আপনাদের বেতন দেওয়া হবে – 30,000 টাকা দ্বিতীয় বছরে -33,000 টাকা তৃতীয় বছরে – 36,000 টাকা এবং চতুর্থ বছরে – 40,000 টাকা।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিতভাবে দেওয়া হল –

১. অনলাইনে আবেদন করার জন্য নিচে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সে ওয়েবসাইটের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। (www.joinindiannavy.gov.in)

২. এবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে নির্ভুলভাবে ফরম ফিলাপ করতে হবে ‌।

৩. এরপর আবেদনকারী কে নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও নিজস্ব সিগনেচার আপলোড করতে হবে।

৪. এরপর আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো দিতে হবে।

৫. এখানে আবেদনকারীদের অবশ্যই ফোন নাম্বার ও বৈধ ইমেইল আইডি থাকতে হবে

৫. এরপর ফরমটি সাবমিট করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে।

৬. সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে যেটি আপনার কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হল –

১. মাধ্যমিকের এডমিট কার্ড ।

২. এছাড়া শিক্ষাগত যোগ্যতার অন্যান্য ডকুমেন্ট।

৩. পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

৪. আবেদনকারী সিগনেচার ও বুড়ো আঙ্গুলের ছাপ।

৫. বয়সের প্রমাণপত্র।

 শারীরিক যোগ্যতার পরীক্ষা : আবেদন করার পর পরীক্ষা দিয়ে সিলেক্ট হলে কিছু টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয় সেগুলি হল – 

পুরুষদের ক্ষেত্রে :- এখানে শারীরিক যোগ্যতার কিছু পরীক্ষা নেওয়া হয়।  যেমন 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। Uthak Baithak – 20 টি ও Push up – 12 টি করতে হবে।

মহিলাদের ক্ষেত্রে :- মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। Uthak Baithak – 15 টা ও Bent Knee Sit up -10 টা করতে হবে।


আবেদনের শেষ তারিখ :- এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 27 এ জুলাই আবেদন প্রক্রিয়া চলবে 30  জুলাই পর্যন্ত। হাতে আর কিছুদিন সময় মাত্র তাই দেরি না করে অবশ্যই আবেদন করুন।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

APPLY NOW: CLICK HERE

OFFICIAL NOTICE:CLICK HERE

Leave a comment