অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাসে রেলে হাজার হাজার কর্মী নিয়োগ | Railway Group-D Recruitment(RRB) 2022

 সুখবর সুখবর সুখবর !  রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যারা   দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত ছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। এখানে চাকরি করার জন্য লাগবে না কোন উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস  করলেই  আপনিও পেয়ে যাবেন এখানে একটি চাকরি। ইতিমধ্যে একটি অফিসিয়াল নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ভারতীয় রেলে  প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল মানুষ এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে ইচ্ছুক তারা এই খবরটি ভালোভাবে পড়ুন এবং নিচের সমস্ত বিস্তারিতভাবে দেওয়া আছে।

পদের নাম :- ভারতীয় রেলের প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে নিজের সমস্ত পদের নামগুলো দেওয়া হলো – 

1. FITTER.

2. WELDER (G&E) 

3. ARMATURE.

4. MACHINIST.

5. CARPENTER.

6. ELECTRICIAN.

7. PAINTER ( General)

8. MECHANIC ( DSL ).

9. INFORMATION & COMMUNICATION TECHNOLOGY SYSTEM MAINTENANCE .

10. WIREMAN.

11. PLUMBER .

12. MECHANIC CUM OPERATOR ELECTION ICS COMMUNICATION SYSTEM.

13. HEALTH SANITARY INSPECTOR.

14. MULTIMEDIA AND WEB PAGE DESIGNER.

15. MMTM.

16. CRANE.

17. DRAUGHTSMAN ( Civil) .

 18. STENOGRAPHER ( English)

19. STENOGRAPHER ( Hindi)

মোট শূন্যপদ :- এখানে মোট শূন্যপদ রয়েছে ১৬৬৯ টি। এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অথবা আই টি আই পাস করতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

নিয়োগ বিজ্ঞপ্তি :- এখানে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বার ও ইন্টারভিউয়ে নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিতভাবে দেওয়া হল –

১. অনলাইনে আবেদন করার জন্য নিচে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সে ওয়েবসাইটের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২. এবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে নির্ভুলভাবে ফরম ফিলাপ করতে হবে ‌।

৩. এরপর আবেদনকারী কে নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও নিজস্ব সিগনেচার আপলোড করতে হবে।

৪. এরপর আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো দিতে হবে।

৫. এরপর ফরমটি সাবমিট করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে।

৬.  সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে যেটি আপনার কাছে রেখে দেবেন।

আবেদন পত্র সম্বন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখুন। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক টি হল – https://www.rrcpryj.org-/

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :

* বয়সের প্রমানপত্র।

* মাধ্যমিকের এডমিট কার্ড।

* আঁধার কার্ড 

* ভোটার কার্ড ।

* কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

* স্থায়ী বাসিন্দার প্রমান পত্র।

* এছাড়া অন্যান্য নথিপত্র।

আবেদনের শেষ তারিখ :- এখানে আবেদনের শেষ তারিখ হল ০১/০৮/২০২২.

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a comment