অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাসে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment 2023

Published by
targetchakri.com

সুখবর সুখবর সুখবর । রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত Office of the child Development Project Officer এর অফিসের অধীনে রাজ্যের সরকারি স্কুল গলিতে আই সি ডি এস অঙ্গনওয়াড়ি কর্মী ও আই সি ডি এস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। এই পথগুলোর জন্য যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।এই পদ সম্বন্ধে আরও জানতে নিচে পোস্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

শূন্য পদের নাম :- ICDS Anganwadi Karmi ( আই.সি.ডি.এস অঙ্গনওয়াড়ি) ও ICDS Anganwadi Helper (আই.সি.ডি.এস সহায়িকা)

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আই.সি.ডি.এস অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করবে তাদের অবশ্যই কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য কোন পরীক্ষায় পাস করতে হবে।

 আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী উপরিক্ত দুটি পদের জন্য আবেদন করবে তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। আর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

বেতন :- যে সকল প্রার্থী আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮,২৫০ টাকা।

   যে সকল প্রার্থী আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫,৩০০ টাকা।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করে অফ লাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  

অনলাইনে আবেদন করার জন্য প্রথমে প্রতিবেদনের নিচে একটি লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে তারপর আবেদনকারীর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সে ফর্মটি আবেদনকারী সমস্ত পারসোনাল ডকুমেন্ট দিয়ে ফিলাপ করতে হবে। তারপর আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদটিকে সিলেক্ট করতে হবে। তারপর ওকে করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সবশেষে আবেদনকারী যে সকল ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড করা হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর তার একটি প্রিন্ট আউট বার করে আপনাদের কাছে রেখে দেবেন।

 এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম এর চেয়ে প্রিন্ট আউটটি বার করে রেখেছেন ওই প্রিন্ট আউটটি ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স একটি মুখবন্ধ খামে ভরে দিতে হবে। খামের উপর আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নাম লিখতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- যে ডকুমেন্টগুলি অনলাইনে আবেদনের সময় অথবা অফলাইনে আবেদন করার সময় দিতে হবে সেগুলি হল –

১. বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড।

২. শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট হিসেবে অষ্টম শ্রেণী পাসের মার্কশিট অথবা মাধ্যমিকের মার্কশিট।

৩. কাস্ট সাটিফিকেট।

৪. এক কপি পাসপোর্ট সাইজের ফটো।

৫. নিজস্ব স্বাক্ষর।

নিয়োগ প্রক্রিয়া :- যে সকল প্রার্থী এখানে আবেদন করবে তাদের নাম্বারের উপর ভিত্তি করে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এই শর্ট লিস্টে যে সকল প্রার্থীর নাম থাকবে তাদের প্রথমে একটি ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে মাতৃভাষা রচনা লেখার উপর ১৫ নম্বর , পাটিগণিতের উপর ২০ নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন এর ওপর 15 নম্বর, ইংরেজি ভাষা থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। যে সকল প্রার্থী এই পরীক্ষাতে উত্তীর্ণ হবে তাদের আরো একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই সকল প্রার্থীদের ১০ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। তারপর এই দুই পরীক্ষার ওপর একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টে যে সকল প্রার্থীদের নাম থাকবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে।

 আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে ১৭/০৪/২০২৩ তারিখ পর্যন্ত।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSTE: CLICK HERE

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

12 hours ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

7 days ago