ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Published by
targetchakri.com

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  ইতিহাস সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশােধ নেয়?

[A] হেমচন্দ্র ঘােষ [B] সূর্য সেন [C] সর্দার উধম সিং [D] বিনয় বসু

উঃ সর্দার উধম সিং।

2. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ সংগঠিত হয়েছি কার নেতৃত্বে?

[A] বিনয় বসু [B] সূর্যসেন [C] হেমচন্দ্র ঘােষ [D] বাদল গুপ্ত

উঃ সূর্যসেন।

3. ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক রূপে কে পরিচিত?

 [A] মুজাফফর আহমেদ [B] অবনী মুখার্জী [C] নলিনী গুপ্ত [D] মানবেন্দ্রনাথ রায় 

উঃ মানবেন্দ্রনাথ রায় ।

4. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কী ছদ্মনামে বাটাভিয়া গিয়েছিলেন? 

[A] ফাদার সি. মার্টিন [B] পি.এন. ঠাকুর [C] এম.এন. রায়। [D] জিয়াউদ্দিন

উঃ এম.এন. রায়।

5. মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদে দীক্ষিত হন?

 [A] বাটাভিয়া [B] রাশিয়া  [C] মেক্সিকো [D] চিন

উঃ মেক্সিকো।

6. মহাবিদ্রোহের প্রাক্কালে ইউরােপের কোন যুদ্ধ ইংরেজ সেনার দূর্দশার কাহিনী ভারতীয় সেনাদের মনে আশার সঞ্চার করেছিল—

[A] বলকান যুদ্ধ [B] ক্রিমিয়ার যুদ্ধ [C] আমেরিকার যুদ্ধ [D] অস্ট্রিয়ার যুদ্ধ 

উঃ ক্রিমিয়ার যুদ্ধ।

7. ভারতে কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করে 

[A] মুজাফফর আহমেদ [B] বি.পি. ওয়াদিয়া [C] এস.এ. ডাঙ্গে [D] ই.এম.এস. নাম্বুদিরিপাদ 

উঃ বি.পি. ওয়াদিয়া

 8. নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিতে কোথায় বসে?

 [A] এলাহাবাদ  [B] পাটনা [C] লক্ষ্ণৌ। [D] দিল্লিতে 

উঃ লক্ষ্ণৌ।

9. নিখিল ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন?

[A] নাম্বুদিরিপাদ [B] জয়প্রকাশ নারায়ণ [C] স্বামী সহজানন্দ সরস্বতী [D] এস.এ.ডাঙ্গে

উঃ জয়প্রকাশ নারায়ণ।

10. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-কে লিখেছেন?

[A] দ্বিজেন্দ্রলাল রায়  [B]হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়  [C] নবীনচন্দ্র সেন [D] রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

 11. 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল?। 

[A] বিহার [B] পাঞ্জাব [C] গুজরাট [D] বাংলা

উঃ বাংলা।

12. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 

[A] বারীন্দ্র ঘােষ [B] বিপিনচন্দ্র পাল [C] যতীন্দ্রনাথ মুখােপাধ্যায় [D] উল্লাসকর দত্ত 

উঃ বারীন্দ্র ঘােষ।

13. গদর পার্টি কত সালে স্থাপিত হয় ? 

[A] 1912 [B] 1913 [C] 1914 [D] 1915

উঃ 1913

14. ঔরঙ্গাবাদ শহরটির নতুন নাম কী ? 

[A] শম্ভুজি নগর [B] কোঝিকোড় [C] সুরিনাম [D] কোনওটিই নয় 

উঃ শম্ভুজি নগর ।

15. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

[A] 1921 [B] 1951 [C] 1958 [D] 1962 

উঃ 1951

16. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 

[A] 1941 [B] 1945 [C] 1943 [D] 1946

উঃ 1946

17. বাংলার ঘরে যত ভাই-বােন এক হউক, হে ভগবান কে লিখেছিলেন ?

 [A] রজনীকান্ত সেন [B] মুকুন্দ দাস [C] রবীন্দ্রনাথ ঠাকুর [D] দ্বিজেন্দ্রলাল রায়

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

18. ‘ ব্রতচারী’ আন্দোলন কে গড়ে তুলেছিলেন ? 

[A] গুরুসদয় দত্ত [B] বালগঙ্গাধর তিলক [C] দয়ানন্দ সরস্বতী [D] স্বামী বিবেকানন্দ 

উঃ গুরুসদয় দত্ত

19. ‘শের-ই-পাঞ্জাব’ আখ্যা কাকে দেওয়া হয়েছে? 

[A] লালা লাজপত রাই [B] গুরুনানক [C] ভগৎ সিং [D] রাজেন্দ্র সিং 

উঃ  লালা লাজপত রাই

20. কংগ্রেসের কোন্ অধিবেশনে দাদাভাই নওরােজি ‘স্বরাজ’ কেই একমাত্র লক্ষ্য হিসাবে ঘােষণা করেন ?

[A] কলকাতা অধিবেশন, ১৮৮৬ [B] লাহোর অধিবেশন, ১৮৯৩ [C] বেনারস অধিবেশন, ১৯০৫ [D] কলকাতা অধিবেশন,১৯০৬

উঃ কলকাতা অধিবেশন,১৯০৬

Share
Published by
targetchakri.com

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

4 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago