পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের গ্রুপ সি গ্রুপ ডি ও হিসাবরক্ষক নিয়োগ | WB Health Group-D Recruitment

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছে বড় সুখবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি ও হিসাব রক্ষক পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো –

১. গ্ৰুপ সি 

২. গ্ৰুপ ডি 

৩. হিসাব রক্ষক।

1. ACCOUNTANT :

 যোগ্যতা :- এই পদে চাকরি করতে গেলে আপনাকে আগে কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই এখানে আবেদন করতে পারবেন।

বয়স :- এখানে আপনারা ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন :- এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

2. LOWER DIVISION ASSISTANT :

 যোগ্যতা :- এই পদে চাকরি করতে গেলে আপনাকে আগে কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই এখানে আবেদন করতে পারবেন।

বয়স :- এখানে আপনারা ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন :- এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

3. GROUP -D :

 যোগ্যতা :- এই পদে চাকরি করতে গেলে আপনাকে আগে কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই এখানে আবেদন করতে পারবেন।

বয়স :- এখানে আপনারা ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন :- এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের মাসে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :- এই পদের জন্য সম্পূর্ণ ভাবে অফলাইন এর মাধ্যমেই আবেদন করতে হবে।অফলাইনে আবেদন করার জন্য অনলাইন এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে ফিলাপ করে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি সংযুক্ত করে খামে ভরে পোস্ট অফিস বা স্পিড পোস্টের মাধ্যমে নিচে দেওয়া নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- OFFICE OR THE CHIEF MEDICAL OFFICER OF HEALTH , GR FLOOR , DY CMOH-2 SECTION KHOSBAGAN , SHYAMSAYER EAST , PURBA BARDHAMAN , PIN – 713101 , WEST BENGAL WITHIN 31/08/2022 WITHIN 05:00 P.M

প্রয়োজনীয় ডকুমেন্ট :- এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি দিতে হবে সেগুলি হল – 

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ।

২. জন্ম সার্টিফিকেট।

৩. আধার কার্ড 

৪. ভোটার কার্ড

৫. পাসপোর্ট সাইজের ফটোকপি।

৬. 1st Appointment Letter.

7. Joining Letter & PPO of Gov. Service .

8. Last Pay Slip .

নিয়োগ বিজ্ঞপ্তি :- Accountant Lower ও Division Assistant পদে ২৫ নম্বর কম্পিউটার টেস্ট ও ২৫ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। এখানে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এবং এই পদে শুধুমাত্র ২০ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পাস করলে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ :- ইতিমধ্যে এখানে আবেদনপক্ষে শুরু হয়ে গেছে । যারা এখনো আবেদন করেনি তারা দ্রুত আবেদন করুন । আবেদন প্রক্রিয়া চলবে ৩১/০৮/২০২২ পর্যন্ত।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a comment