পোস্ট অফিসে সুপারভাইজার নিয়োগ, সকলেই আবেদন করতে পারবেন | Post Office Supervisor Recruitment

Published by
targetchakri.com

 পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই যারা দীর্ঘদিন কোন ভালো সরকারি চাকরির অপেক্ষায় বসে ছিলেন তাদের জন্য মুখে অবশেষে হাসি ফুটতে চলেছে। বর্তমানে দেশ তথা রাজ্যে চরম বেকারত্ব হাহাকার। সরকারি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে আটকে রয়েছে। তার মাঝে পোস্ট অফিসের এই নিয়োগ প্রক্রিয়া একটি হলেও চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জুগিয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক এখানে আবেদন করতে পারবে। তবে এখানে আবেদন করতে হলে আপনাকে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে নিজে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ কারী সংস্থা ও শুন্য পদের নাম:

এই নিয়োগ এর বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে, তাই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি:

ডাক বিভাগের এই সুপারভাইজার পদে আপনাকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য আপনাকে কয়েকটি বিষয় খুবই গুরুত্বসহকারে পালন করতে হবে সেগুলি হল-

১. name (in block letters) 

২. Father’s full name (in block letters) 

৩. Post Applied for 

৪. Permanent Address 

৫. Address for correspondence with Pin code 

৬. Citizenship :Indian/Others 

৭. Date of Birth (By Christian Era) 

৮. Age as on 01.07.2023 in format:- Years- Months- Days 

৯. Reservation Category :UR 

১০. Educational Qualification 

১১. Experience (xii) Technical Qualification 

১২. Any other relevant information 

১৩. Self attested photo by the candidate.

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র:

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

১.জন্ম প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট।

২.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।

৩.আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।

৪.রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

৫.আবেদনকারীর জাতিগত সংসাপত্র, বাধ্যতামূলক নয় যদি থাকে।

আবেদন পাঠানোর ঠিকানা:

ডাক বিভাগের এই পদ গুলোতে আবেদন করতে হলে আপনার আবেদন পত্রটি যে ঠিকানা পাঠাবেন সেই ঠিকানাটি হল-

The Senior Manager, Mail Motor Service, C-121,

Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028. 

আবেদনকারীর বয়স:

এখানে আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে ৩০ বছর। এছাড়া কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীরা আবেদনের জন্য অতিরিক্ত 35 বছরের ছার পেয়ে যাবে। 

শিক্ষাগত যোগ্যতা:

ডাক বিভাগে সুপারভাইজার পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হল-

• মাধ্যমিক পাশ সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (5 বছর). 

• অথবা মেকানিকাল / অটোমোবাইল এ ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করলে সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 

আবেদনের শেষ তারিখ:

এখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো ১৯ শে সেপ্টেম্বর ২০২৩। তাই এখনো যদি আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ না হয়ে থাকেন তাহলে দ্রুত আবেদন করে ফেলুন।

অফিসিয়াল নোটিস: ডাউনলোড করুন

Recent Posts

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার | West Bengal Government Yubashree Scheme

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের… Read More

1 hour ago

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

1 week ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

1 week ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

1 week ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

1 week ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

1 week ago