বিপুল পরিমাণে কর্মী নিয়োগ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, আবেদন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

Published by
targetchakri.com

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে ও প্রচুর পরিমাণে কর্মে নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

1. PHYSIOTHERAPIST:

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য ফিজিওথেরাপি তে স্নাতক ডিগ্রি পাস করতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ‌। প্রাসঙ্গিক ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

2. Strength & Conditioning Expert :

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রী পাস করতে হবে ব্যায়াম বিজ্ঞান/ক্রীড়া বিজ্ঞান/ক্রীড়া কোচিং এবং ব্যায়াম বিজ্ঞান / শারীরিক খেলাধুলায় শিক্ষা/ডিপ্লোমা কোচিং বিষয়।

3. PHYSIOLOGIST :

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য চিকিৎসা/মানব/খেলাধুলা এবং শরীরচর্চা/জীবন বিজ্ঞান/জৈবিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রী পাস করতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।

4. BIOMECHANICS :

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস করতে হবে বায়োমেকানিক্স হিসাবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।

5. NUTRITIONIST :

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি পাস করতে হবে পুষ্টি এবং ডায়েটিক্স/খাদ্য বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।

6. BIOCHEMIST :

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি পাস করতে হবে বায়োকেমিস্ট্রি/রসায়ন/বায়োকেমিস্ট্রি বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।

বয়স :- এখানে আবেদন করার জন্য প্রার্থী সর্বোচ্চ তবে ৪৫ বছরের মধ্যে।

বেতন কাঠামো :- এখানে চাকরি করলে প্রার্থীদের বেতন কাঠামো হবে সু উচ্চমানের । মাসে বেতন দেওয়া হবে 1,05,000 টাকা।

আবেদন প্রক্রিয়া :- I. প্রার্থীকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নীচে দেওয়া ওয়েবসাইটে

https://sportsauthorityofindia.gov.in/saijobs/

 ২. অন্য কোনো মোডের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না ।

 3. আবেদনকারীর অবশ্যই একটি বৈধ এবং কার্যকরী ইমেল আইডি থাকতে হবে।

 4. ফর্মে প্রবেশ করা ই-মেইল আইডি নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত সক্রিয় থাকতে হবে
. ই-মেইল আইডিতে কোনো পরিবর্তন করা হবে না।

 5. প্রার্থীদের অবশ্যই “আবেদনে প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে৷

  উপরে, শেষ তারিখের পরে গৃহীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 6. সমস্ত দাবির সমর্থনে প্রার্থীদের অবশ্যই নথি/শংসাপত্র আপলোড করতে হবে
। 

আবেদনের শেষ তারিখ :- এখানে অবদান প্রক্রিয়া চলবে ২৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

Official Notification: CLICK HERE

Apply Now: CLICK HERE

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

4 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago