মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে সরাসরি প্রশিক্ষণ ও চাকরি | 10 Pass Group-D Recruitment

Published by
targetchakri.com

 সুখবর সুখবর সুখবর !  রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি  চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । Bharat Heavy Electrical Limited প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। এখানে অনেকগুলি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে  সকলেই আবেদন করতে পারবেন।  আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

১.  পদের নাম :- Fitter .

মোট শূন্যপদ :- ১৮৬ টা।

স্টাইপেন :- ৮০৫০ টাকা।

২. পদের নাম :- Welder.

মোট শূন্যপদ :- ১২০ টা।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৭৭৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৩. পদের নাম :- Electrician.

মোট শূন্যপদ :- ৩৪ টা 

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৪. পদের নাম :- Turnur.

মোট শূন্যপদ :- ১৪ টা ।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৫. পদের নাম :- Machinist .

মোট শূন্যপদ :- ১৪ টা 

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৬. পদের নাম :- Mechanic .

মোট শূন্যপদ :- ৬ টি।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৭. পদের নাম :- Instrument Mechanic .

মোট শূন্যপদ :- ৬ টা ।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৮. পদের নাম :- Carpenter.

মোট শূন্যপদ :- ৪ টি।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৭৭৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

৯. পদের নাম :- Machanic Motor Vehicle .

মোট শূন্যপদ :- ৪ টি।

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৮০৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

১০. পদের নাম :- Plumber.

মোট শূন্যপদ :- ২ 

স্টাইপেন :- এখানে প্রতি মাসে প্রার্থীদের ৭৭৫০ টাকা স্টাইপেন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে তারপর তিন বছরের জন্য আইটিআই নিয়ে পড়াশোনা করতে হবে NCVT/SCVT অনুমোদিত কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।  অর্থাৎ ২০১৯, ২০২০, ২০২১ এর মধ্যে যেসব প্রার্থী আইটিআই কোর্স সম্পূর্ণ করেছে তারা উক্ত পদ গুলির জন্য আবেদন করতে পারবেন।

বয়স :- বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর  সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া :- Assessment Test এর মাধ্যমে প্রার্থীদের চাকরিতে নিযুক্ত করা হবে।

আবেদন প্রক্রিয়া :- প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে প্রার্থীদের (https://www.apprenticeshipindia.gov.in) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পূর্ণ নিবন্ধনের পরে প্রার্থীকে  BHEL Trichy অনলাইন লিঙ্কের পোর্টালে ( https://trichy.bhel.com) আবেদন করতে হবে। তারপর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো দিতে হবে তারপর সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

১. পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি।

২. নিজস্ব সিগনেচার।

৩. মাধ্যমিকের মার্কশিট।

৪. কাস্ট সার্টিফিকেট।

৫. ব্যাংকের পাস বইয়ের জেরক্স।

৬. আইডি প্রফিসি হিসেবে  আঁধার কার্ড বা ভোটার কার্ড।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- এখানে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে ২৫/০৮/২০২২ তারিখ ০০:০৫ am। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ০৭/০৯/২০২২ তারিখ ১১:৪৫ pm.

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

7 hours ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

7 days ago