মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ | 10 Pass Asha Recruitment

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাযর ব্লকে বা সাব ডিভিশনের বা পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- আশা কর্মী

মোট শূন্যপদ:- ৬৯ টি । মানবাজার ১ নং ব্লক ৫টি ও মানবাজার ২নং ব্লক -১৮টি , হুরা ব্লক -৬ টি , পুরুলিয়া ১ নং ব্লক – ৫ টি , পুরুলিয়া ২ নং ব্লক- ৫ টি , বরাবাজার ব্লক – ৮ টি , বনদয়ন ব্লক – ৭ টি , আরষা ব্লক – ৪ টি , বলরামপুর ব্লক – ৭ টি , পুঞ্চ ব্লক – ৪ টি ।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক পাস বা উচ্চ শিক্ষিত হতে হবে।

আবেদনের শর্তাবলী :- ১.এখানে আবেদন করতে হলে পা থেকে অবশ্যই একজন মহিলা হতে হবে। 

এখানে কেবলমাত্র বিবাহিত / বিধবা/বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবেন। 

২.আবেদনকারীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. প্রার্থীকে গ্ৰেড-১ এবং গ্ৰেড-২ স্বনির্ভর সদস্য হতে হবে 

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নিচে অফিসের ওয়েবসাইটে আছে সেখান থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করে নিতে হবে তারপর আবেদনের নির্মূল ভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট যারা ব্লকে গিয়ে জমা দিতে হবে।

আবেদন ঠিকানা :- to the Block Development Officer,__ at__ B.D.O Office , At__P.O__P.S__Dist- Puruliya, West Bengal , Pin –

প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১.মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশীট ।

২.বয়সে প্রমাণপত্র 

৩.কাস্ট সার্টিফিকেট 

৪.স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র 

৫.স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র 

৬. দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের শেষ তারিখ :- এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ০৫/০৯/২০২২ তারিখ।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a comment