রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প রূপশ্রী প্রকল্পে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | WB Rupashree Cell Recruitment 2022

Published by
targetchakri.com

 

 বিপুল

আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এছাড়াও দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছে? তাহলে আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আপনার জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। রাজ্য সরকারের নতুন স্কিম রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে, এমনকি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন তবে আপনি আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। রূপশ্রী প্রকল্পের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ জেলার সাবডিভিশনে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এই চাকরিটি করতে চান তবে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে সমস্ত তথ্য দেওয়া আছে।

 পদের নাম:- এখানে একাউন্টেট পদে ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

একাউন্টেট পদ :

শিক্ষাগত যোগ্যতা :- চাকরি করতে গেলে অতি অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়া কমার্স ও একাউন্টেন্ট বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং অতি অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস করতে হবে।

বেতন :- এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের মাসে ১৫০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।এছাড়া প্রতিবছর চাকরিপ্রার্থীদের বেতন বৃদ্ধির সুব্যবস্থা রয়েছে।

বয়স :- এখানে চাকরি করতে হলে বয়স অবশ্যই 18-40 বছরের মধ্যে হতে হবে। যারা  SC/ST চাকরিপ্রার্থী তারা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীদের অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে ।

ডাটা এন্ট্রি অপারেটর পদ 

শিক্ষাগত যোগ্যতা :- এই পদে চাকরি করতে গেলে অতি অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বেতন :- আপনি যদি এই পদে চাকরি করতে চান তাহলে আপনার মাসিক মাইনে হবে 11 হাজার টাকা এবং প্রতিবছর চাকরিপ্রার্থীদের বেতন বৃদ্ধি সুব্যবস্থা রয়েছে।

বয়স: এখানে চাকরি করতে হলে বয়স অবশ্যই 18-40 বছরের মধ্যে হতে হবে। যারা  SC/ST চাকরিপ্রার্থী তারা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীদের অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে ।

আবেদন প্রক্রিয়া:-  এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে । অফলাইনে আবেদন করার জন্য আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে ফিলাপ করে  প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রথমে জেরক্স করতে হবে এবং জেরক্স কপিগুলো সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে পরবর্তীকালে আবেদনপত্রের সঙ্গে সেই সমস্ত ডকুমেন্টস গুলো সংযুক্ত করতে হবে এরপর ডকুমেন্টগুলো খামে ভরে নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে।খামের উপর লিখতে হবে Application For The Post Of ___ (পদের নাম)। আবেদন করতে হবে রেজিষ্ট্রার পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে।


আবেদন জমা দেওয়ার ঠিকানা :- Rupashree Cell , Office of The District Magistrate Jhargram.

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১. জন্ম সার্টিফিকেট।

২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩. আঁধার কার্ড, ভোটার কার্ড 

৪. কম্পিউটার সার্টিফিকেট।

৫. কাস্ট সার্টিফিকেট।

৬. ২ কপি পাসপোট সাইজের ফটো।

আবেদনের শেষ তারিখ :- আবেদন পত্র জমা দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন যাতে কোন ভুল না হয়‌। কারন সময় অনেক আছে। আবেদন পত্র জমা দেওয়ার তারিখ ২৭ ই জুন ২০২২ থেকে ১৫ ই জুলাই ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন মূল্য:- এখানে আবেদন করতে গেলে কোনরকম আবেদন মূল্য নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রি তে আবেদন করা যাবে।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

7 hours ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

7 days ago