সরকারি ব্যাংকে ৬৫০০ শূন্য পদে কর্মী নিয়োগ | IBPS Bank Recruitment

Published by
targetchakri.com

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যারা দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত ছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর।

এখানে চাকরি করার জন্য লাগবে না কোন উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র গ্ৰাজুয়েশন পাস করলেই আপনিও পেয়ে যাবেন এখানে একটি চাকরি। ইতিমধ্যে একটি অফিসিয়াল নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয়েছে IBPS বা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর আওতায় Probationary Officers / Mannagement Trainers পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল মানুষ এখানে আবেদন করতে পারবেন । যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে ইচ্ছুক তারা এই খবরটি ভালোভাবে পড়ুন এবং নিচের সমস্ত বিস্তারিতভাবে দেওয়া আছে।

পদের নাম :- ব্যাংকিং অফিসার

শূন্যপদ সংখ্যা :- এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৬৪৩২ টি।

বিভিন্ন ব্যাঙ্কের শূন্যপদ সংখ্যা :- এখানে  ভারত সরকারিও গভারমেন্ট ব্যাংকে ৬৪৩২ শূন্য পদেে নিয়োগ করা হবে এবং কোন ব্যাংকে কত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার তথ্য নিচে তুলে ধরা হলো –

Bank of India – 535 ( SC- 80, ST – 40, OBC- 144, EWS – 53, UR – 218) 

Canara Bank- 2500 ( SC- 375, ST – 187, OBC- 675, EWS – 250, UR – 1013) 

Punjab National Bank – 500 ( SC- 75, ST -37 , OBC- 135, EWS -50 , UR – 203) 

Punjab and Sind Bank – 253 ( SC- 38, ST – 23, OBC- 66, EWS – 24 , UR – 102) 

UCO Bank – 550 ( SC- 82 , ST – 41 , OBC- 148 , EWS – 55 , UR – 224) 

Union Bank of India – 2094 ( SC- 345 , ST – 155 , OBC- 573, EWS – 184, UR – 836)

 এই সকল ব্যাংকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। এখানে বয়সের হিসাব করা হবে ১ আগষ্ট ২০২২ তারিখ অনুযায়ী। এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন অর্থাৎ আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিতভাবে দেওয়া হল –

১. অনলাইনে আবেদন করার জন্য নিচে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সে ওয়েবসাইটের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২. এবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে নির্ভুলভাবে ফরম ফিলাপ করতে হবে ‌।

৩. এরপর আবেদনকারী কে নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও নিজস্ব সিগনেচার ব্যাংকের পাস বই আপলোড করতে হবে।

৪. এরপর আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো দিতে হবে।

৫. এখানে আবেদনকারীদের অবশ্যই ফোন নাম্বার ও বৈধ ইমেইল আইডি থাকতে হবে।

৬. সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে যেটি আপনার কাছে রেখে দেবেন।

আবেদন মূল্য :- এখানে আবেদন মূল্য বিভিন্ন কাস্টের জন্য বিভিন্ন রকম। ST/SC/PWD প্রার্থীদের ১৭৫ টাকা এবং অন্যান্য দের জন্য ৮৫০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি :- এখানে নিয়োগ করা হবে Preliminary exam and mein exam পরীক্ষার মাধ্যমে।

Preliminary পরীক্ষার কেন্দ্র :- কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, কল্যানী, শিলিগুড়ি, আসানসোল, বহরমপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া।

Mein পরীক্ষার কেন্দ্র :- কলকাতা, কল্যানী, শিলিগুড়ি, আসানসোল।

আবেদনের শেষ তারিখ :- ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই দেরি না করে এখনই আবেদন করুন আবেদন প্রক্রিয়া চলবে ২২ আগস্ট পর্যন্ত ‌।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

1 hour ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

4 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

6 days ago