10 pass Job

মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় গ্রুপ- ডি নিয়োগ, সরাসরি আবেদন করলেই চাকরি

Published by
targetchakri.com

চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল নাগরিক এখানে আবেদন করতে পারবে। তবে আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলা ভাষার লিখতেও পড়তে জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় ইয়ার ইন্ডিয়া তরফে। এখানে মূলত এয়ারপোর্ট গুলিতে Handyman পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবত কোনো ভালো চাকরি সন্ধানে বসে ছিলেন, তাহলে ভারতীয় এয়ার পোর্টের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের বিজ্ঞপ্তিতে ভারতীয় এয়ার ইন্ডিয়ার তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো আলোচনা করতে চলেছে। তাই এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।

নিয়োগ কারী সংস্থা:-
এই নিয়োগ প্রক্রিয়াটি ভারত সরকারের প্রসিদ্ধ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পদের নাম:-
এয়ার ইন্ডিয়ার তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম Handyman

মোট শূন্যপদ:-
এয়ার ইন্ডিয়ার তরফে Handyman পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা ৯৭১ টি।

শিক্ষাগত যোগ্যতা:-
এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের সকল জেলার প্রাপ্তবয়স্ক নাগরিক আবেদন করতে পারবে। তবে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার পাশে তার পাশাপাশি কর্মস্থলের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন:-
এয়ার ইন্ডিয়ার তরফে যে Handyman পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বেতন কাঠামো খুব ভালো রয়েছে। নিয়োগ গাড়ি চাকরি প্রার্থীরা সর্বপ্রথমে ২১,৩৩০ টাকা করে মাসিক বেতন পাবে। এছাড়াও পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।

বয়স সীমা:-
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি:-
ভারতীয় এয়ার ইন্ডিয়া Handyman পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের সর্ব প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পদ্ধতি ডাউনলোড হয়ে গেলে সেটিকে ভালোভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনে ডকুমেন্ট যুক্ত করতে হবে। সবশেষে প্রয়োজন ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট খামে ভরে আবেদন পত্রটিকে আবেদনকারী ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিম্নে উল্লেখ করা রয়েছে।

আবেদন ফি:-
এ আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে, আবেদন ফি বাবদ GEN, OBC এবং EWS চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি লাগবে। অন্যদিকে SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
ভারতীয় এয়ার ইন্ডিয়া উক্ত পদে অফলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের আবেদন পত্রটির যে ঠিকানায় পাঠাতে হবে, সেই ঠিকানাটি হল-

To HRD Department, AI Airport Service Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai- 400099

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

5 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago