১ টাকায় পেয়ে যাবেন ১GB ডেটা, Jio, Airtel, VI- কে চিন্তায় ফেলে দিল BSNL

বর্তমান ইন্টারনেটে প্রতিযোগিতামূলক বাজার। এই পরিস্থিতিতে বিভিন্ন টেলিকম সংস্থাগুলো যেমন জিও বা এয়ারটেল তাদের নিজেদের ইচ্ছামত ডাটা প্যাকের দাম নিচ্ছে। তবে এই পরিস্থিতিতে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুখবর। বর্তমান চলছে আইপিএল সিজন আর এই সিজনে লোক প্রচুর পরিমাণে খেলা দেখার জন্য ডাটা ব্যবহার করছেন। এবার আপনার জন্য সবথেকে বড় সুখবর হলো আপনি শুধুমাত্র এক টাকা দিয়ে ১ জিবি ডাটা পেয়ে যাবেন। কিভাবে আপনারা এই সুবিধা উপভোগ করবেন এবং এই সুবিধা পেতে গেলে আপনাদের কি করতে হবে চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বর্তমান বাজারে JIO, Airtel, VI এর মত টেলিকম সংস্থাগুলোকে পিছনে ফেলে দিয়ে সর্বস্তরে এগিয়ে আসছে BSNL নেটওয়ার্ক। এবং এটি বর্তমানে প্রায় ঘরে ঘরে প্রত্যেকের লোকেশনেই নেটওয়ার্ক কাভারেজ দেওয়া হয়েছে ফলে সকলেই BSNL ঘরে বসেই ব্যবহার করতে পারবেন। বর্তমান প্রতিযোগিতামূলক টেলিকম বাজারে গ্রাহকদের আরও সুবিধা দিতে BSNL নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার, এই অফারটি আপনি শুনলে পরে চমকে উঠবেন। এর আগে হয়তো এত সুন্দর অফার কোন টেলিকম সংস্থা দিতে পারেনি। বিশেষ করে IPL প্রেমীদের জন্য এটি হতে পারে এক দারুণ সুযোগ! Jio, Airtel, Vi-র মতো বড় বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে BSNL এবার তাদের গ্রাহকদের জন্য মাত্র ১ টাকায় দিচ্ছে ১ জিবি ডাটা। এত সুন্দর অফার পেয়ে গ্রাহকরা দারুণ খুশি।

ইতিমধ্যেই ভারত সরকার দ্বারা পরিচালিত BSNL তাদের X (Twitter) অ্যাকাউন্টের মাধ্যমে এই আকর্ষণীয় প্ল্যানটির ঘোষণা করেছে। এই প্ল্যানে সব থেকে বড় সুবিধা হল ২৫১ টাকায় ২৫১GB ডেটা, এছাড়াও এটি আপনি রিচার্জ করার পরে এই রিচার্জটি বৈধ থাকবে ১৬০ দিন পর্যন্ত। এছাড়া, এই প্ল্যানে আপনারা হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন এবং এর সঙ্গে আপনারা আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা যেমন OTT স্ট্রিমিং সুবিধা পেয়ে যাবেন, যেটি গ্রাহকদের এই নেটওয়ার্ক ব্যবহারের উন্নত পরিষেবা দিয়ে থাকবে।

 

বর্তমানে যারা খেলা দেখতে পছন্দ তাদের জন্য IPL লাইভ স্ট্রিমিং দেখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফুল রেজোলিউশনে খেলা দেখতে গেলে অনেক বেশি ডেটা খরচের কারণে প্রচুর সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তবে বর্তমানের এই BSNL-এর অফারটি IPL লাইভ স্ট্রিমিং-এর জন্য সব থেকে আদর্শ প্ল্যান, কারণ এটি কম খরচে বিপুল পরিমাণে ডেটা ব্যবহার করার সুযোগ দিচ্ছে, আপনারা ফুল রেজোলিউশনে এই ডেটা ব্যবহার করতে পারবেন। এত অল্প মূল্যে এত বেশি সুবিধা অন্য কোনো টেলিকম অপারেটর এর আগে কোনদিন দেয়নি আর ভবিষ্যতেও দিতে পারবে না, তাই যারা মোবাইল বা ট্যাবলেটে IPL-এর প্রতিটি ম্যাচ দেখতে চান, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় চয়েজ।

 

তবে যারা যারা এই প্লানের সুবিধা উপভোগ করতে চান তারা শুধুমাত্র ডেটা সুবিধা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনারা কোনো কল বা SMS এর সুবিধা পাবেন না। তবে আপনি ইন্টারনেটের মাধ্যমে বা whatsapp ব্যবহার করে কলিং বা ভিডিও কলিং এর সুবিধা উপভোগ করতে পারেন। তবে যাদের মূলত ইন্টারনেটের প্রয়োজন এবং ইন্টারনেট প্রচুর পরিমাণে ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি সবথেকে বড় প্ল্যান। এরকম সুবিধা আপনারা আর অন্য কোথাও পাবেন না।

আপনারা যদি এই প্ল্যানটি রিচার্জ করতে চান তাহলে আপনারা নিজেরাই রিচার্জ করতে পারবেন। এজন্য আপনাদের BSNL Self-Care App এবং BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই রিচার্জ করে নিতে পারবেন। যারা যারা এই প্লেনের রিচার্জ করতে চান তারা নিচের পদ্ধতি অবলম্বন করে নিজেরাই রিচার্জ করতে পারবেন।।

এক্ষেত্রে আপনাদের প্রথমে BSNL Self-Care App ডাউনলোড করতে হবে বা BSNL-এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর আপনারা ২৫১ রিচার্জ অপশনটি নির্বাচন করবেন এবং পেমেন্ট সম্পূর্ণ করবেন। সফলভাবে রিচার্জ করার সঙ্গে সঙ্গেই আপনারা BSNL-এর দুর্দান্ত অফারটি উপভোগ করতে পারবেন।

বর্তমানে যে সমস্ত টেলিকম সংস্থা গুলো পপুলার রয়েছে তাদের মধ্যে Airtel, Jio, Vi-র মতো বড় টেলিকম সংস্থাগুলোর ডেটা প্ল্যানগুলোর তুলনায় BSNL-এর এই অফারটি অনেক বেশি সাশ্রয়ী। তাই এখনো যারা BSNL এর সিম কিনে নেই তারা তাড়াতাড়ি এই সিম কিনে এর উপভোগ করতে পারেন। বর্তমানে ভারতের প্রত্যেকটি স্থানে BSNL এর নেটওয়ার্ক দেওয়া হয়েছে এবং খুব সহজেই আপনারা এই নেটওয়ার্ক কনজিউম করতে পারবেন। এক টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ১ জিবি ডাটা। এটা আর অন্য কোন টেলিকম সংস্থা দিতে পারবে না।

BSNL যেহেতু কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত তাই এটি সর্বদা তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে। যারা খুবই স্বল্প খরচে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী এবং OTT প্ল্যাটফর্মে খেলা, সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই প্ল্যানটি সব থেকে আদর্শ একটি প্লান।

Target Chakri

Recent Posts

  • Primary TET

CTET 2025: জুলাই মাসে কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার নোটিফিকেশন আসছে খুব শীঘ্রই, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সহ বিস্তারিত জানুন

চলতি বছরে আবারো কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) CTET 2025 জুলাই সেশনের জন্য নতুন করে…

18 hours ago
  • DA UPDATE

এপ্রিলের বেতনে সমস্ত সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়ল DA, মিলবে ৩ মাসের বকেয়াও

চলতি এপ্রিল মাসে সমস্ত ধরনের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এলো বিশাল বড়ো সুখবর। সরকারি…

1 day ago
  • রাজ্য

বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা?’ পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক! কী বলছে পর্ষদ? জেনে নিন আসল সত্য

চলতি বছরের মত এ বছরেও ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে।…

2 days ago
  • রাজ্য

রাজ্যে আগাম গরমের ছুটি ঘোষণা, স্কুল-কলেজ কবে খুলবে? বড় আপডেট দিল শিক্ষা দফতর

বছরের শুরু হতে না হতেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গরমের দাপট বেড়েই চলছে। এপ্রিল মাস পড়তেই…

3 days ago
  • রাজ্য

সর্বনাশ! LPG-র বদলে জল! পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতারণা, তদন্তে প্রশাসন

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় হাতে এলো এক চাঞ্চলকর প্রতারণার তথ্য। ইতিমধ্যেই দিনের পর দিন…

3 days ago
  • WB TET

Primary Teachers: প্রাথমিক নিয়োগে B.ed ডিগ্রিধারীদের 6 মাসের বাধ্যতামূলক ব্রিজ কোর্সের ঘোষণা NCTE দ্বারা

প্রাইমারি শিক্ষকতার চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই d.el.ed যোগ্যতা বাধ্যতামূলক। তবে NCTE একবার ঘোষণা করেছিলেন…

3 days ago