98,083 শূন্যপদে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে মেগা রিক্রুটমেন্ট, বিজ্ঞপ্তি দেখুন | India Post Reqruitment 2022

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর। এবার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে ‌‌। এখানে প্রায় ১ লক্ষ কর্মচারী নিয়োগ করা হবে।আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :-

 ১. পোস্টম্যান

২. মেল গার্ড।

৩. মাল্টিটাস্কিং স্টাফ ।

১. পোস্টম্যান :- পোস্টম্যান পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ৫৯০৯৯ টি । পোস্টম্যান পদে পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে রয়েছে ৫২৩১ টি।

২. মেল গার্ড :- মেলগার্ড পদের জন্য মোট শূন্য পদে রয়েছে ১৪৪৫ টি । মেল গার্ড পদে পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে রয়েছে ১৫৫ টি।

৩. মাল্টিটাস্কিং স্টাফ :- মাল্টিটাস্কিং পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ৩৭৫৩৯ টি । মাল্টিটাস্টিং পদে পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে শূন্য পদ রয়েছে ৩৭৪৪ টি‌‌।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চমাধ্যমিক পদের এখানে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। এছাড়া এখানে এমন কিছু পথ আছে যে পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

বেতন :- এখানে চাকরি করলে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিতভাবে দেওয়া হল –

১. অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের -indiapost.gov.in লিংকে ক্লিক করতে হবে।

২. এবার হোম পেজ ওপেন হয়ে গেলে আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই সিলেক্ট করতে হবে।

৩. এরপর আবেদনকারী কে নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও নিজস্ব সিগনেচার আপলোড করতে হবে।

৪. এরপর আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো দিতে হবে।

৫. এখানে আবেদনকারীদের অবশ্যই ফোন নাম্বার ও বৈধ ইমেইল আইডি থাকতে হবে

৫. এরপর ফরমটি সাবমিট করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে।

৬. সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে যেটি আপনার কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১. মাধ্যমিকের এডমিট কার্ড। 

২. পার্টি সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩. আধার কার্ড , ভোটার কার্ড বা রেশন কার্ড।

৪. পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি ও পাঁচটি নিজস্ব সিগনেচার।

৫. বয়সের প্রমাণ পত্র।

৬. কাস্ট সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া :- এখানে প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ইন্টারভিউ সিলেক্ট হলে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment