Atal Pension Yojana : কেন্দ্রীয় অথবা রাজ্য, দুই সরকারই দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন বারংবার। বাংলার মানুষের জন্য প্রচুর জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটি দেশজুড়ে চরম খ্যাতি লাভ করেছে। বাংলার মা-বোনেরা এই প্রকল্পের আওতায় মাসিক ১০০০ ও ১২০০ টাকা পেয়ে থাকেন।
তবে এবারে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে নয়া যোজনা নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের নাম অটল পেনশন যোজনা। এই যোজনার আওতায় দেশের সাধারণ মানুষেরা কোনো কাজকর্ম ছাড়াই মাসিক ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের আওতায় সমস্ত ব্যক্তিরা ৬০ বছর পর থেকে পেনশনের টাকা পাবেন। মাসিক কত টাকা বিনিয়োগ করতে হবে? কত বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? জেনে নিন।
অটল পেনশন যোজনায় আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে দৈনিক ৭ টাকা অর্থাৎ মাসিক ২১০ টাকা বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তি ৬০ বছর বয়সের পর থেকে মাসিক পেনশনের টাকা পাবেন। এককথায় বলতে গেলে কোনো ব্যক্তি যদি অটল পেনশন যোজনার আওতায় ১৮ বছর বয়স থেকে মাসিক ২১০ টাকা করে জমায় তাহলে ৬০ বছর পর মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাবেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকেও হার মানাবে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
এবার জানানো যাক কিভাবে আবেদন করবেন এই যোজনায়। অটল পেনশন যোজনায় আবেদন করার জন্য প্রার্থীদের নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। প্রথমে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর অটল পেনশন যোজনার আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে পোস্ট অফিসে জমা দিতে হবে। তাহলেই কাজ শেষ। পোস্ট অফিসের পরিবর্তে আপনি ব্যাংকেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE