DA নিয়ে বিরাট জয় রাজ্যের ! সরকারি কর্মীদের জন্য সুখবর-সুপ্রিম কোর্টের বিরাট ঘোষণা | West Bengal Government job employee

DA Update : দেখতে দেখতে পেরিয়ে গেল ৪ মাস। কাল কাল করে পিছিয়েই চলেছে সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি। গত সোমবার কথা ছিল শুনানির, সেটিও রাখা হল স্থগিত। আইনজীবী শামীমের অনুরোধ, পুজোর আগে যাতে সরকারি কর্মীরা DA পায় তা নিশ্চিত করতে হবে আদালতকে। এই বিষয়ে কথা উঠতেই রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি জানিয়েছেন যে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে।

বিচারপতি হৃষিকেশ রায় ও এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছেন পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির তারিখ পরবর্তীকালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। অনেকের মতে অনির্দিষ্ট কালের জন্য শুনানির পিছিয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। তবে কি এইভাবেই DA মামলায় জয়লাভ করলো রাজ্য সরকার? এই নিয়ে চারিদিকে শুরু হয়েছে চর্চা।

প্রথমবার ২০২২ সালের ১৮ই নভেম্বর সুপ্রিম কোর্টে শুরু হয় DA মামলার শুনানি। শেষ শুনানি হয় ২০২৩ সালের ১লা ডিসেম্বর। ২০২৩ সালের ৩য় নভেম্বর বিচারপতিদের দুই বেঞ্চ জানিয়েছিল যে সরকারি কর্মীদের DA মামলায় বিশদ শুনানির প্রয়োজন রয়েছে। এই মামলার সাথে যুক্ত আইনজীবীদের মতে বর্তমান পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখনো অনেক সময় লাগতে পারে।

জানা গিয়েছে যে এই শেষবার। এর পরে কোনোদিনও DA মামলা নিয়ে মাথা ঘামাবে না সুপ্রিম কোর্ট। তবে সরকারি কর্মীরা পুজোর আগে কোনো বড়ো মাত্রায় DA পাবেন না। কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে শুনানির সময় দেওয়া হয়েছে ২০২৫ সালের ৭ই জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে DA বকেয়া দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। ২০২২ সালে ২০ই মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রের ন্যায় ৩১% হারে রাজ্য সরকারি কর্মীদেরও DA প্রদান করার।

এরপর হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে রায় দেয়। পরবর্তীকালে এই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শেষমেষ ৩য় নভেম্বর ২০২২ সালে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা হয়। এখন দেখার পালা এই DA মামলার জল কতদূর গড়ায় এবং কবে এই মামলার শুনানি দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে।

এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নির্দিষ্ট আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ। একাধিক পদে আবেদন করার জন্য একাধিক আবেদনপত্র জমা দিতে হবে। এই পদে আবেদন করার জন্য নূন্যতম কিছু আবেদন মূল্য দিতে হবে।

আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 200 টাকা এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের ১৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ  02.11.2024। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকলেটি পড়ে ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment