ভবিষ্যত জীবনের সুরক্ষার জন্য আমাদের সকলেরই উচিত কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখা। তবে শুধু অর্থ সঞ্চয় করে রাখতে চাইলেই তো আর হল না সেই অর্থ যাতে সঠিক স্থানে নিরাপদ ভাবে জমা থাকে তার কথাও ভাবতে হবে। তাই ভবিষ্যতের জন্য অর্থ এমন জায়গায় সঞ্চয় করে রাখতে হবে যেখানে অর্থ নিরাপদে জমা থাকার পাশাপাশি তা থেকে উচ্চহারে সুদ সহ মোটা অংকের টাকা মেয়াদ শেষে ফেরত পাওয়া যাবে। আর এমন নিরাপদ ও লাভজনক স্থান হিসেবে পোস্ট অফিসের বিকল্প আর কিছু হয় না। পোস্ট অফিসের এমন বহু লাভজনক স্কিম রয়েছে যেখানে প্রতি মাসে মাসে খুব অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা অংকের টাকা রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের এমনি একটি জনপ্রিয় স্কিম রয়েছে যেখানে প্রতিদিন ৩৩৩ টাকা জমা রেখে মেয়াদ শেষে ১৭ লাখের উপরে রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমের নাম হল রেকারিং ডিপোজিট স্কিম। রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল হল ৫ বছর।
রেকারিং ডিপোজিট সহ পোস্ট অফিসের বাকি যতগুলি ডিপোজিট স্কিম রয়েছে সেগুলিতে অর্থ বিনিয়োগ করে বিনিয়োগকারী পুরোপুরি ভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন। এই স্কিম গুলির প্রত্যেকটি ঝুঁকিমুক্ত। আর এর গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার স্বয়ং দেয়। তবে পোস্ট অফিসের এই সব স্কিম গুলি যেমন একদিকে নিরাপদ ও লাভজনক তেমনি অন্যদিকে কেউ যদি প্রতি মাসে নিয়ম করে এই সব স্কিমের কিস্তির টাকা জমা না করেন তাহলে ১ মাসের জন্য ১% করে পেনাল্টি চার্জ দিতে হয়। এইভাবে কেউ যদি পরপর ৪ মাস কিস্তির টাকা মিস করে যান তাহলে তার নামের অ্যাকাউন্টটি ৪ মাস পরে আপনা হতেই বন্ধ হয়ে যাবে।
রেকারিং ডিপোজিট স্কিম হল পোস্ট অফিসের ক্ষুদ্র ডিপোজিট স্কিম গুলির মধ্যে একটি। এখানে প্রতি মাসে মাসে ১০০ টাকা করে জমা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। সাম্প্রতিক সময়ে এই রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশ। এই স্কিমের আওতায় বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ও সুবিধা পাবেন।
রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগকারী যদি প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা রাখেন তাহলে ১ মাসে হয় ১০ হাজার টাকার মতো। আর ১ বছরে হয় ১ লক্ষ ২০ হাজার টাকা। এই স্কিমের মেয়াদকাল যেহেতু ৫ বছর সেই হিসেবে ৫ বছরে বিনিয়োগকারীর মোট জমানো টাকার পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকা। সুতরাং ৫ বছর পর মেয়াদ শেষে মোট জমানো ৫ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকার উপরে ৬.৮ শতাংশ হারে সুদ হিসেবে বিনিয়োগকারী পাবেন ১ লক্ষ ১৫ হাজার ৪২৭ টাকা। মোট কথা সুদ আসল সব মিলিয়ে মেয়াদ শেষে বিনিয়োগকারী মোট ৭ লক্ষ ১৪ হাজার ৮২৭ টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন।
রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল ৫ বছর। তবে কেউ যদি চায় তাহলে সে ১০ বছর পর্যন্ত এই স্কিমের আওতায় নিজের বিনিয়োগ করা অর্থ জমা রাখতে পারেন। তখন সেক্ষেত্রে তার মোট টাকার পরিমাণ হবে ১২ লক্ষ টাকা। তিনি ৫ বছরের মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে পাওয়া মোট ১২ লক্ষ টাকার উপর আরও ৫ বছর হিসেবে ৬.৮ শতাংশ হারে আরও ৫ লক্ষ ৮ হাজার ৫৪৬ টাকা সুদ পাবেন। সুতরাং ১০ বছর পর তার সুদ আসল মিলিয়ে মোট প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াবে ১৭ লক্ষ ৮ হাজার ৫৪৬ টাকা। সুতরাং আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যান এবং সেখানে ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলে মেয়াদ শেষে লক্ষ লক্ষ টাকা আয় করুন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.