নতুন এই স্কিমে যুবক যুবতীদের মাসে মাসে ৫০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার

ভারতের শাসন ক্ষমতায় আসার পর থেকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক সাহায্যমূলক প্রকল্প চালু করেছেন। আবারো নতুন করে এমনই এক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের বেকার যুবক যুবতীদের জন্য এটি প্রধানমন্ত্রীর তরফ থেকে দুর্গাপুজোর একটি উপহার বলা যেতে পারে। প্রধানমন্ত্রীর উদ্দোগে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবক যুবতীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেবে কেন্দ্রীয় সরকার।

তবে এই প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় সরকার সকলকে দেবে না। এই প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট আয় সীমা নির্ধারণ করে দিয়েছে। যে সকল যুবক যুবতীদের পরিবারের বার্ষিক আয় এই নির্ধারিত আয় সীমার মধ্যে তারাই কেবল মাত্র এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন ও ভাতা পাবেন। বাকিরা পাবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ শ্রেণীর যুবক যুবতীদের পাশাপাশি SC, ST ও OBC ক্যাটাগরির যুবক যুবতীরাও এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে অগ্ৰাধীকারও পাবেন। চলুন আর কথা না বাড়িয়ে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দোগে দেশের শিক্ষিত ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের যুবক যুবতীদের জন্য চালু হওয়া নতুন এই প্রকল্পের নাম হল ” পি.এম ইন্টার্নশিপ স্কিম”। ২০২৪-২৫ এর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিশেষ স্কিমের সূচনা করার কথা ঘোষণা করেন। তিনি এও জানান যে এই স্কিমের আওতায় প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার পাশাপাশি আগামী ৫ বছরের মধ্যে আমাদের দেশের ১ কোটি বেকার যুবক যুবতীকে ভারতের টপ ৫০০ টি কোম্পানিতে চাকরির সুযোগ করে দেবে কেন্দ্রীয় সরকার।

২০২৪-২৫ এর বাজেট অনুযায়ী আগামী ১ বছরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার বেকার যুবক যুবতীকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত প্রযুক্তি বিদ্যা শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ কারীদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তবে এই ৫ হাজার টাকার পুরোটাই যে কেন্দ্রীয় সরকার দেবে এমনটা নয় ৪ হাজার ৫০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। আর প্রশিক্ষনকারীরা যে সংস্থার অধীনে প্রশিক্ষণ নেবেন সেই সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে ৫০০ টাকা। তাছাড়াও কোম্পানি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষন কারীকে এককালীন ৬ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সবমিলিয়ে প্রত্যেক প্রশিক্ষন কারী ১ বছরের ট্রেনিং পিরিয়ডে মোট ৬৬ হাজার টাকা উপার্জন করার সুযোগ পাবেন।

পি.এম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের ক্ষেত্রে কারা যোগ্য ও কারা অযোগ্য?

পি.এম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের ক্ষেত্রে কেবলমাত্র সেই সকল যুবক যুবতীরাই যোগ্য যারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করেছেন, যাদের বয়স অন্ততপক্ষে ২১ থেকে ২৪ বছরের মধ্যে, যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নীচে এবং যারা কোনো রকম কোনো সরকারি বা বেসরকারি সংস্থাতে পার্মানেন্ট পদে কর্মরত নন অথবা কোনো সরকারি বা বেসরকারি কলেজে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে বা অন্য কোনো কোর্সে পাঠরত নন।

অন্যদিকে যারা মাধ্যমিক পাস করেননি, যাদের বয়স ২১ বছরের নীচে অথবা ২৪ বছরের উপরে, যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার উপরে, যারা কোনো সংস্থাতে পার্মানেন্ট পদে কর্মরত বা পড়াশোনা করছেন তারা এক্ষেত্রে আবেদনের জন্য যোগ্য নন।

কিভাবে আবেদন করতে হবে?

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের জন্য অনলাইন পোর্টাল ৩ রা অক্টোবর থেকে খুলে গিয়েছে। তবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ১২ ই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদনের যাবতীয় নিয়ম মেনে আবেদন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে?

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন কারীকে নিজের আধার কার্ড, রেসিডেনসিয়াল সার্টিফিকেট, মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট, নিজের ই-মেইল আইডি, নিজের প্যান কার্ড, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে আবেদন করতে হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment