RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন ধরনের শূন্যপদে বিভিন্ন যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে সব বেকার চাকরী প্রার্থীরা ভারতীয় রেলের অধীনে চাকরি করতে আগ্রহী তারা এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

RRB কলকাতার মাধ্যমে কোন কোন রেলওয়েতে নিয়োগ হবে-

RRB কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মেট্রো রেলওয়ে কলকাতা সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে নিয়োগ কার্য পরিচালনা করে। RRB কলকাতা কর্তৃক পরিচালিত এই প্রতিটি নিয়োগ কার্যই হয় পুরোপুরি স্বচ্ছ ভাবে। একমাত্র যারা দক্ষ ও যোগ্য তাদেরকেই চাকরিতে নিয়োগ করে RRB কলকাতা।

RRB কলকাতা যে যে পরীক্ষা পরিচালনা করে-

ভারতীয় রেলের অধীনে কর্মী নিয়োগের জন্য RRB কলকাতা বেশ অনেকগুলি পরীক্ষা পরিচালনা করে যেমন- RRB NTPC, RRB গ্ৰুপ ডি, RRB JE সিভিল, RRB ALP, RRB প্যারামেডিকেল স্টাফ। এর মধ্যে RRB NTPC এর আওতায় স্টেশন মাস্টার সহ আরও বিভিন্ন নন টেকনিক্যাল পদে, RRB গ্ৰুপ ডি এর আওতায় ট্রাক রক্ষনাবেক্ষণকারী, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান সহ আরও বিভিন্ন ধরনের পদে, RRB JE সিভিল এর আওতায় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইত্যাদি পদে, RRB ALP এর আওতায় বিভিন্ন ট্রেডে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগ করে, RRB প্যারামেডিকেল স্টাফ এর আওতায় স্টাফ নার্স, ফার্মাসিস্ট, স্বাস্থ্য ও ম্যালেরিয়া ইন্সপেক্টরের মতো বিভিন্ন পদে নিয়োগ করা হয়।

RRB কলকাতার অধীনে যে যে শূন্যপদে বর্তমানে নিয়োগ চলছে-

RRB কলকাতার অধীনে RRB NTPC এর মাধ্যমে আন্ডার গ্ৰ্যাজুয়েট লেভেলে ১৩৮২ টি শূন্যপদে ও গ্ৰ্যাজুয়েট লেভেলে ৪৫২ টি শূন্যপদে বর্তমানে নিয়োগ চলছে।

RRB টেকনিশিয়ান এর মাধ্যমে গ্ৰেড 1 পদে ৭৪ টি, গ্ৰেড 3 পদে ৪৩২ টি এবং ওয়ার্কশপ পদে ৫৯২ টি শূন্যপদে নিয়োগ চলছে।

এবং RRB ALP এর মাধ্যমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে ৮২০ টি এবং সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে ৩০৩ টি শূন্যপদে নিয়োগ চলছে।

নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া-

১) আবেদনের ক্ষেত্রে সবার প্রথমে RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট https://rrbkolkata.gov.in/index.php এ প্রবেশ করুন।
২) তারপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র পূরণ করুন।
৩) পরবর্তীতে যাবতীয় প্রয়োজনীয় নথী আপলোড করুন।
৪) এরপর নির্দিষ্ট আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিন।
৫) সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন তাহলেই আবেদন হয়ে যাবে।

কিভাবে পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করবেন?

RRB কলকাতার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অ্যাডমিট কার্ড বা হল টিকিট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। যারা যারা পরীক্ষার জন্য আবেদন করবেন তারা পরীক্ষার ডেটের দু সপ্তাহ আগে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যেভাবে করবেন তা হল-

১) সবার আগে RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর নিজের ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার ও নাম লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
৪) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ড শো করবে।
৫) সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে।

কিভাবে রেজাল্ট চেক করবেন?

নির্দিষ্ট কাট অফ নাম্বার পাওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় পাস করবেন। কাট অফ নির্ধারিত হবে পরীক্ষার ভ্যাকেন্সি, পরীক্ষার্থীদের সংখ্যা এবং পরীক্ষা কতটা কঠিন তার উপর নির্ভর করে। পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট এবং কাট অফ চেক করতে পারবেন নিম্নলিখিত উপায়ে-

১) প্রথমে পরীক্ষার্থীদের RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) তারপর রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
৪) এরপর স্ক্রিনে রেজাল্ট শো করবে সেখান থেকে রেজাল্ট দেখে নিতে হবে।

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment