DA বৃদ্ধি নিয়ে এবার ভয়াবহ পদক্ষেপ নিলেন রাজ্য সরকারি কর্মীরা, মাথায় হাত মুখ্যমন্ত্রীর।
এখনও পর্যন্ত বকেয়া DA না পাওয়ায় দীর্ঘদিন ধরে জমে থাকা চরম বিক্ষোভের কারণে ধৈর্য্য হারিয়ে এবার বড়সড় আন্দোলনের পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। যার জেরে চরম সমস্যার মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে বকেয়া DA মেটানো নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখনও পর্যন্ত ক্রমাগত হয়েই চলেছে। কবে যে এই ঝামেলার নিষ্পত্তি ঘটবে তা বলা কঠিন।
ফের আজ অর্থাৎ মঙ্গলবার আমাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা এমন এক বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে যার ফলে পশ্চিমবঙ্গ সরকারকে আবারো নতুন করে সমস্যার মধ্যে পড়তে হবে বলে মনে হচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার দীপাবলীর আগেই তার অধীনস্থ কর্মীদের ৩% হারে DA বৃদ্ধি করেছে। সামনের মাস থেকেই কেন্দ্রীয় সরকার অধীনস্থ ৪৯ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত হারে অর্থাৎ ৫৩% হারে DA এর সুবিধা ভোগ করবেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ কয়েক বছর যাবৎ নিজের প্রাপ্য DA পাওয়া থেকে বঞ্চিত হয়ে দিন কাটাচ্ছেন।
ফলত খুব স্বাভাবিক ভাবেই তাদের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ জমা হচ্ছে। তারা একাধিক বার রাজ্য সরকারের দিকে আঙুল তুলে জানিয়েছেন যে রাজ্য সরকার যে হারে তাদের DA পরিমাণ বাড়িয়েছে তা কেন্দ্রীয় সরকারের তার অধীনস্থ কর্মীদের জন্য বৃদ্ধি করা DA এর পরিমাণের তুলনায় অনেকটাই কম। আর আজ অর্থাৎ মঙ্গলবার আবারো সেই বিক্ষোভকে কেন্দ্র করে ফের রাস্তায় নেমেছেন বহু রাজ্য সরকারি কর্মীরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে যে, অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর নিয়ম অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার DA বৃদ্ধি সহ আরও অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তর গুলিতে ২ ঘন্টার কর্মবিরতি পালন করবে সংগ্ৰামী যৌথ মঞ্চ। এই প্রথমবার নয় এর আগেও বারংবার ঝড়, বৃষ্টি, রোদ মাথায় নিয়ে বিক্ষোভ আন্দোলন করেছে সংগ্ৰামী যৌথ মঞ্চ। শুধু তাই নয় গত কয়েক মাস আগে নবান্ন ঘেরাও করেও পর্যন্ত আন্দোলন চালিয়ে ছিল তারা কিন্তু তাতেও কোনো লাভের লাভ হয়নি বলে জানিয়েছে সংগ্ৰামী যৌথ মঞ্চ।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় হারে DA না বাড়ানোর অভিযোগে আজ অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন দপ্তরের রাজ্য সরকারি কর্মীরা দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত টানা ২ ঘন্টা কর্মবিরতি পালন করবেন। তারা এও জানিয়েছেন যে এই কর্মবিরতি তারা পালন করবেন তিনটি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, AICPI এর নিয়মানুযায়ী DA বৃদ্ধি করা নিয়ে, দ্বিতীয়ত, রাজ্য সরকারের ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ পথে কর্মী নিয়োগ করা নিয়ে, এবং তৃতীয়ত, রাজ্য সরকারের অধীনস্থ অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ করার দাবিতে।
যাই হোক একথা কোনো ভাবেই অস্বীকার করার উপায় নেই যে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মীদের যে হারে DA এর পরিমাণ বাড়াছে তার একগুন ও বাড়ছে না রাজ্য সরকারি কর্মচারীদের। হিসেব করলে দেখা যাচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA এর অন্তর হল ৩৯% যা সত্যিই রাজ্য সরকারি কর্মীদের কাছে প্রচন্ডভাবে আফসোসের বিষয়।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.