বিশেষ এই প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, আবেদন করলেই পাবেন।
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের উদ্দেশ্যে এক দুর্দান্ত খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। তার কথা অনুযায়ী দীপাবলীর পরেই এ রাজ্যের সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে ঢুকতে চলেছে একটা বড়ো অঙ্কের টাকা। বিশেষ এক প্রকল্পের মাধ্যমে সকলকে ১০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আসুন জেনে নেওয়া যাক কোন প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, পেতে হলে কিভাবে আবেদন জানাতে হবে, কত দিনের মধ্যে পাওয়া যাবে এইসব বিষয় গুলির সম্পর্কে।
এ রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিশু থেকে শুরু করে যুব সম্প্রদায়, মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য একের পর এক আর্থিক সহায়তা মূলক প্রকল্পের সূচনা করে চলেছেন। যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হল লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্য সাথী, রূপশ্রী, যুবশ্রী প্রভৃতি। শুধু তাই নয় এইসব প্রকল্প গুলি চালু করার পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। যার নাম হল কৃষক বন্ধু প্রকল্প। যার আওতায় রাজ্যের প্রতিটি কৃষককে প্রতি বছর একটা বড়ো অঙ্কের টাকা দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীপাবলীর পরেই তাদের এই প্রাপ্য টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। দীপাবলীর পরেই যেহেতু খারিফ শস্যের মরশুম শুরু হয় তাই এই সময়টাতেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাতে করে এই টাকা পেয়ে কৃষকেরা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে?
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল-
১) কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যেসব কৃষকদের নাম নথীভুক্ত রয়েছে তাদেরকে চাষের শুরুতে দেওয়া হবে ৫ হাজার টাকা। তারপর পরবর্তী কালে বাকি ৫ হাজার টাকা দেওয়া হবে।
২) এছাড়াও এই প্রকল্পের আওতায় থাকা কোনো কৃষকের যদি মৃত্যু ঘটে তাহলে তার মৃত্যুর পর তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা প্রদান করবে রাজ্য সরকার।
৩) এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের মধ্যে যাদের ১ একর বা তার বেশি পরিমাণে জমি রয়েছে তাদেরকে প্রতি বছর একর প্রতি হিসেবে ১০,০০০ টাকা করে।
৪) অন্যদিকে যে সকল কৃষকদের ১ একরের কম পরিমাণ জমি রয়েছে তাদেরকে ৪,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এই দুই ক্ষেত্রেই টাকা একবারে দেওয়া হবে না। দুটি কিস্তিতে এই টাকা দেবে রাজ্য সরকার।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন-
১) আবেদনকারী কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারী কৃষকের বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। এছাড়াও ডেথ বেনিফিটের যে ২ লক্ষ টাকার বীমা দেওয়া হয় তা পেতে হলে মৃত কৃষকের বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারী কৃষক বা ভাগচাষির কাছে অতি অবশ্যই তার জমির পাট্টা থাকতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কিভাবে আবেদন করতে হবে?
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন –
১) সর্ব প্রথম কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর আবেদনকারী কৃষককে তার নিজের আধার কার্ড নাম্বার ও নিজের মোবাইল নাম্বার দিয়ে Get OTP অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর তার মোবাইলে একটি OTP আসবে। সেই OTP বসালে তার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে।
৫) এরপর অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে কৃষকের নিজের সম্পর্কে যাবতীয় তথ্য, ব্যাঙ্ক ডিটেইলস, জমির ডিটেইলস দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৬) সব শেষে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে Create Farmer অপশনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ।
কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি রাজ্য সরকার। আপনি আপনার নিজের সুবিধা মতো আবেদন করতে পারবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.