দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের অধীনে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ।
রাজ্য সরকারের তরফ থেকে হোক বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখনই কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমরা সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আজ ফের সেই ভাবেই আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে ওই দপ্তরের অধীনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে চটপট আবেদন করে ফেলুন এবং তার আগে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নিম্নে এই বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হলো।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড এর অধীনে অ্যাসোসিয়েট কনসালটেন্ট বা সহকারী পরামর্শদাতা এবং অ্যাডভাইজার বা উপদেষ্টা এই দুটি পদে কর্মী নিয়োগ করা হবে।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
এই দুটি পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে সর্বনিম্ন ৪২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪৪,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:-
যে সকল আগ্ৰহী চাকরি প্রার্থীরা দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করবেন বলে ভাবছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। তার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in এ গিয়ে স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিন তাহলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
১) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট।
২) আইটি আই কোর্সের সার্টিফিকেট।
৩) আধার কার্ডের জেরক্স।
৪) আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো।
৫) কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
প্রয়োজনীয় যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে অথবা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার/DFO অফিসার/সার্কেল অফিসার পদের একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ও ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদনের শেষ তারিখ:-
দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ১৭ ই নভেম্বর ২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।
OFFICIAL NOTIFICATION:- CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE