আবারো বাড়লো রান্নার গ্যাসের দাম, মাথায় হাত সাধারণ পরিবারের
মাসের শুরুতেই আবারো অনেকটাই বাড়লো LPG গ্যাসের দাম। আজ অর্থাৎ ১ লা নভেম্বর থেকে সারা ভারত জুড়ে LPG গ্যাসের দাম ৬২ টাকা করে বাড়লো।
দিনে দিনে রান্নার গ্যাসের দাম অল্প অল্প করে বাড়তে বাড়তে বর্তমানে তা সাধারণ মানুষের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এর উপরে পুনরায় নতুন করে দীপাবলীর মরশুমে রান্নার গ্যাসের দাম বাড়াতে মাথায় হাত সাধারণ মানুষের।
সেপ্টেম্বর মাসে ৩৯ টাকা এবং অক্টোবর মাসে ৪৮ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম।
৫ কেজির ফ্রি ট্রেড LPG গ্যাসের দাম ১২ টাকা এবং ৪৭.৫ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১২০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
এই সময় এই হারে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি চরম সমস্যার মধ্যে ফেলেছে এইসব ছোট ও মাঝারি খাদ্য ব্যাবসায়ীদের।
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে কলকাতার একজন হোটেল ব্যাবসায়ী বলেছেন যদি এভাবে দু দিন বাদে বাদেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে থাকে তাহলে তাদের পক্ষে সব কিছু সামলানো অসম্ভব হয়ে পড়বে।
তবে একথাও ঠিক এতসব সত্ত্বেও ছোট ও মাঝারি খাদ্য ব্যাবসায়ীরা এখনও পর্যন্ত ভেঙে না পড়ে সরকারের উপর আশা রেখেছে। তারা এখন কবে আবার LPG কমার্শিয়াল গ্যাসের দাম কমবে তার আশায় অধীর অপেক্ষায় রয়েছেন।