অবশেষে পশ্চিমবঙ্গ বাসীর উদ্দেশ্যে এক বিশাল বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে চলতে থাকা দুর্নীতির কারণে আমাদের রাজ্যে দীর্ঘ ২ বছর যাবৎ এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। এবারে সেই সমস্যার সমাধান ঘটতে চলেছে।

সেইসব দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মাথার উপর স্থায়ী ছাদ বানিয়ে দিতেই কেন্দ্রীয় সরকার এই “প্রধানমন্ত্রী আবাস যোজনা” চালু করেছে।

প্রত্যেক পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়াও নতুন করে “বাংলা আবাস যোজনার” আওতায় আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে।

বাংলা আবাস যোজনার আওতায় টাকা পাওয়ার জন্য নাম নথীভুক্ত করতে হলে অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম নথীভুক্ত করাতে হবে।

তার জন্য সোম থেকে শনি যে কোনো দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ৯১৩৭০৯১৩৭০ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে।

এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন- ১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার নীচে হতে হবে।