পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 1) | WB Gram Panchayat Preparation Practice Set-1

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে এবং কিছুদিন পরে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনলাইনে আবেদন হওয়ার কিছুদিন পরেই আবার রাজ্যে পরীক্ষা শুরু হবে। তাই যারা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের সুবিধার্থে বিগত বছরের প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন ও উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হলো এবং এগুলো সলভ করলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি আরো জোরালো হবে।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 56। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্নগুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন।

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। পর্ব নাম্বার – 1. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

1. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় ?

A. অক্সিন
B. জিব্বেরেলিন
C. কাইনিন
D. ইথিলিন

Ans – কাইনিন

2. উচ্চ রক্তচাপ কমাতে কোন উপক্ষার ব্যবহার করা হয় ?

A. ডাটুরিন
B. ট্যানিন
C. রেসারপিন
D. কুইনাইন

Ans – রেসারপিন।

3. অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরু নির্মাণ করেন?

A. গুরু রামদাস
B. গুরু নানক
C. গুরু অঙ্গদ
D. গুরু তেগবাহাদুর

Ans – গুরু রামদাস।

4. আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন ?

A. রানা সংঘ
B. ইব্রাহিম লোদী
C. ফিরোজ শাহ তুঘলক
D. সিকান্দার লোদী

Ans – সিকান্দার লোদী।

5. HIV সংক্রমিত ব্যক্তির ভাইরাস কোথা থেকে পাওয়া যায় ?

A. রক্ত
B. বীর্য
C. স্তন
D. সবকটি থেকে

Ans – সবকটি থেকে।

6. নিরপেক্ষ pH এর মান কত?

A. 6
B. 7
C. 8
D. 5

Ans – 7.

7. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

A. সিটা
B. সন্ধিপদ
C. ক্ষণপদ
D. নালিকাপদ

Ans – ক্ষণপদ।

8. কাকে “হেরিং পন্ড” বলা হয়?

A. প্রশান্ত মহাসাগর
B. ভারত মহাসাগর
C. আরব মহাসাগর
D. আটলান্টিক মহাসাগর

Ans – আটলান্টিক মহাসাগর।

9. প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয় ?

A. চট্টগ্রাম
B. নারায়ণগঞ্জ
C. হালিশহর
D. ঢাকা

Ans – নারায়ণগঞ্জ।

10. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে?

A. ভিটামিন A
B. ভিটামিন C
C. ভিটামিন E
D. ভিটামিন K

Ans – ভিটামিন K.

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment