রাজ্য সরকারের এই স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে ৫,০০০ টাকা, কিভাবে পাবেন জেনে নিন।
পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। যার আওতায় সকল পড়ুয়াকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আবেদন করলেই খুব সহজেই এই টাকা পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নিই রাজ্য সরকারের এই প্রকল্পের নাম কি? কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার এই রাজ্যের দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের লেখাপড়ার সাহায্যার্থে একাধিক স্কলারশিপ স্কিম চালু করেছে। মেধাবী ছাত্র ছাত্রীরা যাতে অর্থের অভাবে লেখাপড়ার জগত থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে তার জন্যেই রাজ্য সরকার এই স্কলারশিপ স্কিম গুলি চালু করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের রাজ্য সরকারের এমনি এক স্কলারশিপ স্কিমের বিষয়ে জানাতে চলেছি যার নাম হল ওয়েসিস স্কলারশিপ। যার মাধ্যমে রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ৫,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। যা তাদের লেখাপড়ার খরচ জোগাতে সাহায্য করবে। তাহলে চলুন এবারে জেনে নিই এই স্কলারশিপ স্কিমের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য।
ওয়েসিস স্কলারশিপ স্কিমের আওতায় কারা আবেদন করতে পারবেন?
ওয়েসিস স্কলারশিপ স্কিমটি হল এমন একটি স্কিম যা পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে এ রাজ্যের SC এবং ST পড়ুয়াদের জন্য তৈরি করেছে। SC, ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও উক্ত এই স্কিমের আওতায় আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়ার নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে। যেমন-
১) আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নীচে হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়াকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে।
৪) SC ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এই ওয়েসিস স্কলারশিপ স্কিমে আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্তত পক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
৫) ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এই ওয়েসিস স্কলারশিপ স্কিমে আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্তত পক্ষে ৪৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
ওয়েসিস স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে?
ওয়েসিস স্কলারশিপ স্কিমের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বর্তমানে আমাদের রাজ্যের মোট ৪১০ জন SC ও ST ক্যাটাগরির নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা লাভ করছেন। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে তার নিজ স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন-
১) সবার আগে নিজ স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সাক্ষাত করে ওয়েসিস স্কলারশিপ স্কিমের আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
২) তারপর সেই আবেদন পত্রের যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) সবশেষে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছেই জমা দিতে হবে।
আবেদনের সময় কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে?
আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস এর জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কসীট।
২) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড।
৩) পরিবারের ইনকাম সার্টিফিকেট।
৪) SC/ST সার্টিফিকেট।
৫) পড়ুয়ার নিজের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স।
আবেদন পত্র জমা পড়ার পর তা খুটিয়ে বিচার করে সরকার যাদেরকে যোগ্য বলে মনে করবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই স্কলারশিপের আওতায় প্রাপ্য ৫,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে। যাতে এই টাকা দিয়ে অনগ্ৰসর শ্রেণীর পড়ুয়ারা নিজেদের লেখাপড়ার খরচ চালিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE