লক্ষীর ভান্ডারের তালিকা থেকে বাদ দেওয়া হল প্রচুর সংখ্যক মহিলার নাম, আপনার নাম নেই তো?

By Sujit Roy

Published on:

রাজ্যের মহিলাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ। পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলার নাম একে একে বাদ পড়ছে। এই নাম বাতিলের তালিকায় আপনার নাম নেই তো? আছে কি না সেই বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি মনযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। তাহলেই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই তালিকায় আপনার নাম আছে কি নেই, আর যদি থাকেও তাহলে পুনরায় লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে আপনাকে কি করতে হবে এইসব বিষয় গুলির সম্পর্কে।

২০২১ সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য লক্ষীর ভান্ডার নামক প্রকল্পটির সূচনা করেন। সেই সময় এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং এস.সি, এস.টি ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হতো। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং এস.সি, এস.টি ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১২০০ টাকা করেছে রাজ্য সরকার।

লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার উদ্দেশ্য:-
লক্ষীর ভান্ডার নামক প্রকল্পটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে মহিলাদের অর্থনৈতিক দিক থেকে সাবলম্বী করে তুলতে চালু করেছেন। এই প্রকল্পের আওতায় পাওয়া মাসিক ভাতা দিয়ে আমাদের রাজ্যের বহু মহিলা ইতিমধ্যেই ছোট খাটো ব্যাবসা করে আর্থিক দিক থেকে স্বাধীন হয়ে উঠতে সক্ষম হয়েছেন।

লক্ষীর ভান্ডার প্রকল্পে ঘটে চলা দুর্নীতি:-
চালু হওয়ার প্রথম দিকে লক্ষীর ভান্ডার প্রকল্প সঠিক নিয়মে চললেও যত দিন যাচ্ছে ততই এই প্রকল্পকে ঘিরে দুর্নীতি হতে দেখা যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে এমন বেশ কিছু মহিলা যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তারাও নিজেদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে নিজেদের আসল পরিচয় গোপন করে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। সেই কারণেই এই সব অযোগ্য মহিলাদের নাম লক্ষীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে রাজ্য সরকারি আধিকারিকদের দিয়ে সার্ভে করাচ্ছে।

লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাতিল হওয়ার কারণ:-

নকল প্রমান পত্র:-
আমাদের রাজ্যে এমন কিছু সংখ্যক মহিলা রয়েছেন যারা তফসিলি জাতি বা উপজাতির অন্তর্গত নন। অথচ তারাও নকল কাস্ট সার্টিফিকেট ব্যাবহার করে তফসিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত হয়েছেন। সেই সকল মহিলাদের নাম লক্ষীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

নকল ব্যাংক অ্যাকাউন্ট:-
এমন কিছু সংখ্যক মহিলা রয়েছেন যারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা মূলক প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাওয়ার জন্য নিজের নামে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। আর সেই অ্যাকাউন্ট গুলির মাধ্যমে একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন। সেই সকল মহিলাদের নাম লক্ষীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

নকল বয়সের প্রমাণ পত্র:-
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়সসীমা হল ২৫ বছর। তবে কিছু সংখ্যক মহিলা যাদের বয়স ২৫ বছরের নীচে তারাও নকল বয়সের প্রমাণ পত্র ব্যাবহার করে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এবারে তাদের নাম এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে।

জয়েন্ট অ্যাকাউন্ট:-
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এমন অনেক মহিলা রয়েছেন যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই। আবেদন করার সময় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এই প্রকল্পের সুবিধা লাভ করছেন। সেই সকল মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।

অসম্পূর্ণ কে ওয়াই সি:-
লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতাধীন কোনো মহিলা যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টের কে ওয়াই সি জমা না দেন তাহলে সাময়িক ভাবে তার অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ থাকবে। পরে কে ওয়াই সি জমা করলে পুনরায় তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা ঢোকা শুরু হবে।

লক্ষীর ভান্ডার প্রকল্পটি তৃণমূল সরকার আমাদের রাজ্যের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য চালু করেছে। বর্তমানে এই প্রকল্পের সুবিধা রাজ্যের অযোগ্য মহিলারা লাভ করে থাকলেও যত শীঘ্র সম্ভব এই দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আপনারা যারা এখনো পর্যন্ত নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলেননি জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সেই অ্যাকাউন্টের কে ওয়াই সি জমা করেন নি তারা আজই সতর্ক হয়ে যান নয়তো এই প্রকল্পের তালিকা থেকে নাম বাতিল হওয়া কেউ আটকাতে পারবে না।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment