মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট

 সুখবর সুখবর সুখবর !  রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি  চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । রাজ্য মিশন অধিকর্তা , জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আদেশনামা অনুযায়ী হাওড়া জেলার সদর ও উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশা কর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রের দরখাস্তের আহ্বান করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

 পদের নাম :- আশা কর্মী।

মোট শূন্যপদ :- ১৯১ টি।

শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদেরকে  অবশ্যই মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব ধরা হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। এবং তপশিলি জাতি /উপজাতির মহিলাদের ক্ষেত্রে ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়সসীমা ধরা হবে।

আবেদনের শর্তাবলী :- ১.এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এখানে কেবলমাত্র বিবাহিত / বিধবা/বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবেন। 

২.আবেদনকারীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. প্রার্থীকে গ্ৰেড-১ এবং গ্ৰেড-২ স্বনির্ভর সদস্য হতে হবে 

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নিচে অফিসের ওয়েবসাইটে আছে সেখান থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করে নিতে হবে তারপর আবেদনের নির্ভূল ভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট যারা ব্লকে গিয়ে জমা দিতে হবে। খামের উপর ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড।

২. জন্ম তারিখের শংসাপত্র।

৩. আইডি প্রুফ হিসেবে রেশন কার্ড।

৪. দু কপি পাসপোর্ট সাইজের ফটো।

৫. জাতিগত প্রমাণ পত্র।

৬. গ্ৰেড ১ ও ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রমাণপত্র।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কারণ (বি.ডি.ও অফিসে)

আবেদনপত্রের গুরুত্বপূর্ণ তারিখ :- আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ৩০/০৮/২০২২ থেকে ১৪/০৯/২০২২ তারিখ বিকাল ৫ টা অব্দি ।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment