ডিসেম্বর মাসেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ৯,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্য বাসীদের জন্য এক বিশাল বড় খুশির খবর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বড়দিন উপলক্ষে এক মেগা উপহার দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বড়দিনের এই উপহারের দরুন ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ শেষ হওয়ার আগে এবং নতুন বছর শুরু হওয়ার আগেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আমাদের রাজ্যের বহু মানুষ গভীরভাবে উপকৃত হবেন।
যে দুটি বিশেষ উপহারের কথা রাজ্য সরকার ঘোষণা করেছে তার প্রথমটি হচ্ছে বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার আওতায় নাম নথিভুক্ত করেছে এমন পরিবার গুলির মধ্যে সত্যি সত্যিই এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এমন ১২ লক্ষ দরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ হাজার টাকা করে রাজ্য সরকার পাঠিয়ে দেবে। এতে রাজ্য সরকারের মোট খরচ হবে ৭ হাজার ২০০ কোটি টাকা। এই টাকা রাজ্য সরকার প্রথমে ২৫ শে ডিসেম্বর নাগাদ দেওয়ার পরিকল্পনা করেছিল তার পরে তা ১০ দিন এগিয়ে ১৫ তারিখ করা হয়েছে।
দ্বিতীয় যে উপহারের কথা রাজ্য সরকার ঘোষনা করেছে তা লক্ষীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে। আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের সংখ্যা যা ছিল এখন তার থেকে ৫ লক্ষ বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি। এই ২ কোটি মহিলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ২ হাজার ৩০০ কোটি টাকা। যদিও এই কাজটি রাজ্য সরকারের কাছে একটা খুব বড়ো চ্যালেঞ্জ তবুও সরকার আশ্বাস দিয়েছে যে যারা যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
যদিও কেন্দ্রীয় সরকার গ্ৰামীন আবাস যোজনা ও ১০০ দিনের কাজের দরুন টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর পিছনে যদিও কারন রয়েছে। বাংলায় এই প্রকল্প গুলি নিয়ে চরম দুর্নীতি চলছে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এসব সত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার এই পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রচুর সাধারণ মানুষজন ভীষণভাবে উপকৃত হবেন। রাজ্য সরকার ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা দেবে এবং পরবর্তীতে আরো কিস্তির মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE