অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে ইন্টারভিউয়ের মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়ে পিওন পদে কর্মী নিয়োগ
বেকার চাকরী প্রার্থীদের উদ্দেশ্যে বিশাল বড় আনন্দের সংবাদ। খুব কম শিক্ষাগত যোগ্যতাতে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে রাজ্যের কৃষি বিদ্যালয়ে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কোনো রকম লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। একজন স্থায়ী বাসিন্দা হলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ সম্পর্কিত বিবরণ
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিদ্যালয়ের অধীনে গ্ৰুপ ডি অর্থাৎ পিওন পদে কর্মী নেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তার পাশাপাশি আগে কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে অগ্ৰাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা:-
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে পিওন পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়নি। যেকোনো বয়সের চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বেতনের পরিমাণ:-
এখানে পিওন পদের জন্য নির্বাচিত প্রার্থীদের মনোনয়নপত্র দিয়ে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৯,০৩৪ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:-
প্রতিবেদনের একেবারে শুরুতেই আমরা জানিয়েছি যে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের রেজাল্টের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে সেই মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। তবে আবেদন কারীর সংখ্যা যদি শূন্যপদের তুলনায় ৪ গুন বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটা লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া যেতে পারে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া:-
এক্ষেত্রে অনলাইন বা অফলাইন কোনো রকম ভাবেই আবেদন পত্র জমা দিতে হবে না। সংশ্লিষ্ট শূন্যপদে চাকরি করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার আগে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেটিকে ভালোভাবে পূরণ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
আগ্রহী চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় আগামী ১৩ ই নভেম্বর সকাল ১১ টার আগে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই নভেম্বর ২০২৪ তারিখে। ইন্টারভিউ স্থানের ঠিকানা হল-
DEE Building, Ground Floor.
Official Notice- Download Now
Application form- Download Now
Official Website- Click Here
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.