Axis Bank প্রশিক্ষণ দিয়ে বিরাট চাকরির সুযোগ । Axis Bank recruitment 2023

Published by
targetchakri.com

 

দেশের সকল বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে দেশের অন্যতম বিখ্যাত প্রাইভেট সেক্টর ব্যাংক Axis Bank এর তরফ থেকে নতুন এক উদ্যোগ চালু করা হলো। Axis Bank এর প্রচেষ্টায় শুরু হওয়া এই স্কিমের নাম হলো Axis Bank Young Bankers Program (ABYBP)। এক্ষেত্রে নিয়োগের পর সমস্ত প্রার্থীদের এক বছরের একটি ট্রেনিং করিয়ে এই ব্যাংকেরই বিভিন্ন শাখায় ভালো বেতনে উচ্চ মানের চাকরি দেওয়া হবে। সমগ্র দেশ জুড়ে গড়ে ওঠা Axis Bank এর বিভিন্ন শাখা গুলিতে হবে এই সকল নিয়োগ। কাজেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলে এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবেন। সেই কারণেই বলা হচ্ছে যে দেশের সকল চাকরিপ্রার্থীরা যারা এতদিন ধরে ব্যাংকে কোন ভালো কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার করার জন্য ইচ্ছুক ছিলেন তারা অযথা এই সুযোগ হাতছাড়া করবেন না। আমাদের এই প্রতিবেদনটি পড়া মাত্রই দ্রুত আবেদন শুরু করে ফেলুন। তাহলে আর সময় না নষ্ট করে নিচে এই প্রোগ্রামের বিষয়ে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আমরা আলোচনা করে নিই।

নিয়োগ কারী সংস্থা এবং পদ সমূহের বিবরণ:-

মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস নামক সংস্থা Axis Bank এর সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম চালু করেছে। এখানে কাজের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বাছাই করার পর এক বছরের জন্য একটি করে ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিংয়ে Axis Bank এর আউটডোর ও ইনডোরের বিভিন্ন ধরনের কাজকর্মের বিষয়ে ক্যান্ডিডেটদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় ব্যাপার হলো যে এখানে প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকেই প্রতি মাসে একটা ভালো টাকার স্টিপেন্ড দেওয়া হবে। যা প্রার্থীদের অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাহায্য করবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার শর্ত:- 

Axis Bank এর পক্ষ থেকে চালু হওয়া এই প্রোগ্রামে  আবেদনের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটের শিক্ষাগত যে সমস্ত যোগ্যতা আবশ্যিক থাকতে হবে সেগুলি হল

১. প্রার্থীকে অবশ্যই যেকোনো একটি শাখায় স্নাতক ডিগ্রী পাস করে থাকতে হবে।

২. প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উল্লেখিত শাখার যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।

৩. প্রার্থীরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্যান্য উচ্চ শিক্ষার অধিকারী তারা এখানে সমতুল্য ভাবে আবেদন করতে পারবেন।

৪. প্রার্থীরা যারা আগে কোনরকম ভাবে Axis Bank এর কোনো পদে কর্মরত ছিলেন বা তাদের কোন আত্মীয় বর্তমানে কর্মরত আছেন, তারা এখানে আবেদনের জন্য যোগ্য নন। 

আবেদন প্রক্রিয়া:- 

উল্লেখিত এই প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিয়োগ পাওয়ার জন্য প্রার্থীদেরকে নিম্নলিখিত আবেদন পদ্ধতি গুলি অনুসরণ করতে হবে।

১. সর্বপ্রথম তাদেরকে Axis Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.axisbank.com এ যেতে হবে।

২. তারপর নিজের প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তাদের যথাযথ ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের একাউন্টে প্রবেশ করতে হবে। 

৩. তারপর Apply Now বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি ভালোভাবে প্রদান করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে।

৪. তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়ক নথিপত্র সমূহ স্ক্যান করে সেগুলিকে সাবমিট করে দিতে হবে। তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

প্রয়োজনবশত প্রার্থীরা অ্যাপ্লিকেশন ফর্ম এর একটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই একটি আবেদন চার্জ জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রের বিবরণ:- 

এখানে আবেদন করতে গেলে প্রার্থীদেরকে যে সমস্ত ডকুমেন্ট গুলি নিজেদের সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড/ বার্থ সার্টিফিকেট।

২. প্যান কার্ড।

৩. শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমূহ।

৪. স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:-

Axis Bank Young Bankers Program বা (ABYBP) এর মাধ্যমে দেওয়া এই প্রশিক্ষণের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে আপাতত আবেদনের শেষ তারিখ সম্পর্কে কোন আলোচনা করা হয়নি। তবে এক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই সকল প্রার্থীদেরই অনুরোধ করা হচ্ছে তারা যেন শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় শুরু করে দেন।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া:-

মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস এবং Axis Bank এখানে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলি হল –

১. প্রার্থীদের কে প্রথমে একটি লিখিত পরীক্ষার আওতায় আনা হবে। এক্ষেত্রে Verbal Ability, Analytical Ability, Numerical Ability, Written English Test, Listening Comprehension Test এই সমস্ত বিষয়ে প্রার্থীদের পরীক্ষা হবে।

২. এরপর হবে ইন্টারভিউ। যে সকল প্রার্থী প্রথম ধাপে উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে অনলাইন ইন্টারভিউ এর জন্য একটি করে ডেট দেওয়া হবে। এই অনলাইন AI ভিত্তিক ইন্টারভিউয়ে প্রার্থীদেরকে একটি করে অ্যাসেসমেন্টের মাধ্যমে বাছাই করা হবে।

৩. এই দুই ধাপে যে সকল প্রার্থীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে ব্যাংকের পক্ষ থেকে একটি করে আ্যডমিশন লেটার পাঠিয়ে দেওয়া হবে। এবং তারপরে সরাসরি ট্রেনিং এর জন্য ডাকা হবে। এই এক বছরের ট্রেনিং শুরু হবার পর প্রথমে প্রার্থীদেরকে ছয় মাসের জন্য ব্যাঙ্গালোরে মনিপাল একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে তিন মাসের জন্য একটি internship এর মধ্যে নিয়োগ করা হবে। এবং তারপর তিন মাসের আরেকটি on-job ট্রেনিং এর মাধ্যমে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। এই তিনটি ধাপ পেরোলেই ক্যান্ডিডেটদের চাকরিতে মূল ভাবে জয়েন করতে হবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে Axis Bank এর অফিশিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তিটি একবার পড়ে নিন।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

4 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago