পুজোর আগেই সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক দুর্দান্ত খুশির খবর। কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পে আবেদন করলেই প্রত্যেক বেকার যুবক যুবতীরা পাবেন প্রতি মাসে ৫০০০ টাকা করে। এ দেশের বেকার যুব সম্প্রদায়ের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে ও তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে Central Government Internship for Students নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অর্থাৎ ২০২৪ এর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন ইন্টার্নশিপ স্কিমের বিষয়ে ঘোষণা করা হয়। এই প্রকল্পের দ্বারা Vertual Internship এর মাধ্যমে উপকৃত হবেন এ দেশের ২১ বছর থেকে ২৪ বছর বয়সী সকল বেকার যুবক যুবতীরা। এই প্রকল্পের আওতায় থাকা প্রতিটি বেকার যুবক যুবতীকে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। দেশের যুব সম্প্রদায়কে Corporate World এর কর্মপযুক্ত করে তুলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করাই হল কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।
Student দের জন্য চালু করা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন Internship:-
এর আগেও বারংবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের Online বা Vertual Internship চালু করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল- Tulip Internship, Shala Darpan Internship, Digital India Internship Scheme 2024, Central Government Internship, AITCE Intership, Internship In NITI AAYOG, Internship Program Google ইত্যাদি।
উল্লেখ্য এই কোর্স গুলি করলে একদিকে যেমন Internship এর সুযোগ সুবিধা পাওয়া যায় অন্যদিকে তেমনি প্রতি মাসে মাসে স্টাইপেন্ড ও পাওয়া যায়। আর ঠিক সেই ভাবেই কেন্দ্রীয় সরকারের নয়া এই প্রকল্প Central Government Internship for Students এর মাধ্যমেও দেশের বেকার যুবক যুবতীরা কর্ম দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি মাসে ৫০০০ টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও সব চাইতে বড় কথা হলো এই প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করে চাকরির সুযোগও করে দেওয়া হবে। তাই আর অযথা সময় নষ্ট না করে এই কোর্স করে ফেলাই মঙ্গল।
Central Government Internship Scheme 2024:-
বর্তমান ভারতে বেকারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর পিছনে অন্যতম কারণ হলো বেকার যুব সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বা স্কিলের অভাব। Corporate Office এ কাজ করার মতো প্রয়োজনীয় দক্ষতা না থাকায় তারা চাকরির ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছেন। তাই এমনটা যাতে না ঘটে তার জন্য নতুন এই প্রকল্পের সূচনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে বেকার যুবক যুবতীরা যেমন কাজের সুযোগ পাবেন তেমনি প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড এর সুবিধা ও পাবেন। যা তাদের আর্থিক দিক থেকে বেশ খানিকটা সাবলম্বী করে তুলবে।
Central Government Internship Scheme এর উদ্দেশ্য:-
Central Government Internship Scheme চালু করার মুখ্য উদ্দেশ্য হল আমাদের দেশের যুব সম্প্রদায়কে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিদ্যায় শিক্ষিত করে তাদেরকে কর্মমুখী করে তোলা। কেন্দ্রীয় সরকারের মতে এটি আমাদের দেশের বেকারত্ব দূরীকরণে অনেকটাই সাহায্য করবে। Corporate office গুলিতে কাজের সুযোগ বাড়াতে এই প্রকল্প অনেকখানি সহায়তা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। তাই যারা যারা পয়সা খরচ করে কোনো কোর্স করা ছাড়াই চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ।
আবেদন পদ্ধতি:-
Central Government Internship Scheme এর জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। যারা এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে বিভিন্ন Corporate office এ Internship এর সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষন কারীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৪৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও তারা যে সংস্থার অধীনে প্রশিক্ষণ নেবে সেখান থেকেও প্রতি মাসে তাদেরকে ৫০০ টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে প্রত্যেক প্রশিক্ষন কারী প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন। এছাড়াও কোর্সের শেষে প্রত্যেক প্রশিক্ষন কারীকে এককালীন ৬০০০ টাকা অনুদান প্রদান করা হবে।
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
১) এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদন কারীর বয়স ২১-২৪ বছরের মধ্যে হতে হবে।
২) এক্ষেত্রে আবেদনকারী যদি কোনো ডিগ্ৰি কোর্সে পাঠরত অবস্থায় থাকেন অথবা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পার্মানেন্ট পদে চাকরি করে থাকেন তাহলে তিনি আবেদনের জন্য যোগ্য নন।
৩) আবেদন কারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নীচে হতে হবে।
৪) আবেদন কারীকে অতি অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
প্রকল্প চালু হওয়ার সময়সীমা:-
কেন্দ্রীয় Corporate মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব তাড়াতাড়িই এই প্রকল্পের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা গিয়েছে সামনের সপ্তাহ থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। Internship In NITI AAYOG নামক একটি নতুন পোর্টাল চালু করা হবে। আবেদন কারীরা এই পোর্টাল থেকে এই প্রকল্পের বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে ৫০ হাজার শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী… Read More
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন।… Read More
পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের অধীনে আবারো নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, বিস্তারিত জেনে… Read More
রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে… Read More
২০২০ সালে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছিল।… Read More
ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী প্রতিটি পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিরাট বড় খুশির খবর। এতদিন… Read More