নতুন এই প্রকল্পের ৬০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র সরকার | Central Government new Scholarship Program

বিশেষ এক প্রকল্পের মাধ্যমে বছরে ৬,০০০ টাকা করে স্কলারশিপ দিচ্ছে ভারত সরকার। এই স্কলারশিপের টাকা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে পাঠরত প্রতিটি পড়ুয়াকে দেওয়া হবে। এই স্কলারশিপের আওতায় খুব সহজেই আবেদন করা যাবে এবং এই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ইতিমধ্যেই আমাদের দেশের বহু পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা লাভ করেছেন। আপনি যদি ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে পাঠরত একজন পড়ুয়া ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করে ফেলুন। এই প্রকল্পের? সুবিধা পেতে হলে কিভাবে আবেদন করতে হবে? কি কি সুবিধা পাওয়া যাবে? কতদিনের মধ্যে আবেদন করতে হবে ? এইসব বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আমাদের দেশে এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে যাদের পরিবারের আর্থিক দুরাবস্থা তাদের লেখাপড়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। অর্থের অভাবে তারা মাঝপথে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। এমনটা যাতে না ঘটে সেই কারণে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ স্কিম চালু করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি স্কলারশিপ স্কিম হল দীন দয়াল স্পর্শ যোজনা। এই যোজনাটি হল কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ স্কিম। এই স্কিমটি মূলত আমাদের দেশের প্রতিটি রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ডাক টিকিট সংগ্রহের প্রতি আগ্ৰহ বৃদ্ধি করার জন্য চালু করা হয়েছে।

এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কি?

এই প্রকল্প চালু করার পিছনে কেন্দ্রীয় সরকারের নিম্নলিখিত উদ্দেশ্য গুলি রয়েছে। যেমন-

১) স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে ডাক টিকিট সংগ্রহ করার ইচ্ছা বাড়ানো।

২) ছাত্র ছাত্রীদের মধ্যে সৃষ্টিশীলতা ও গবেষণা মূলক কাজের চিন্তা ভাবনার বিকাশ ঘটানো।

৩) মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে এই ডাক টিকিট সংগ্রহ করার অভ্যাস বজায় রাখতে সাহায্য করা।

দীন দয়াল স্পর্শ যোজনা প্রকল্পের সুবিধা গুলি কি কি?

দীন দয়াল স্পর্শ যোজনা প্রকল্পের সুবিধা গুলি হল-

১) এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর আমাদের দেশের প্রতিটি রাজ্য মিলিয়ে মোট ৬৭৬ জন দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার।

২) ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাস থেকে ৪০ জন করে ছাত্র ছাত্রীকে বেছে নিয়ে এই স্কলারশিপ দেওয়া হয়।

৩) এই স্কলারশিপের আওতায় বছরে যে ৬,০০০ টাকা করে দেওয়া হয় তা বছরে চারটি ভাগে অর্থাৎ তিন মাস অন্তর ১,৫০০ টাকা করে দেওয়া হয়।

দীন দয়াল স্পর্শ যোজনায় আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?

দীন দয়াল স্পর্শ যোজনার অধীনে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে। যেমন-

১) এই যোজনার আওতায় আবেদন করতে হলে ছাত্র বা ছাত্রীকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে।

২) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ফিলাটেলি ক্লাবের একজন সদস্য হতে হবে। আর যদি ফিলাটেলি ক্লাবের সদস্য না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি।

৩) বর্তমানে আবেদনকারী ছাত্র বা ছাত্রী যে শ্রেণীতে পাঠরত অবস্থায় রয়েছেন তার আগের শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করে থাকতে হবে। তবে SC, ST ক্যাটাগরির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে কিভাবে?

দীন দয়াল স্পর্শ যোজনার আওতায় স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী ছাত্র ছাত্রীদের একটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা বিচার করে নির্বাচন করে স্কলারশিপ দেওয়া হবে।

আপনারা যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করেননি তারা আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং এই স্কলারশিপ স্কিমের আওতায় প্রতি বছর ৬,০০০ টাকা করে স্কলারশিপ পান।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment