Skill India Project : নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত স্কীম নিয়ে হাজির হয়েছেন বারংবার। তার মূল উদ্দেশ্য দেশে বেকারত্বের হার কমিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারত্বের হার কমাতে সরকারের তরফ থেকে জারি করা হচ্ছে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি। কিন্তু দুর্নীতির জেরে হারিয়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। তবে এবারে কেন্দ্রীয় সরকার এইসমস্ত শিক্ষিত বেকারদের জন্য একটি নয়া স্কীম নিয়ে এসেছেন। এই স্কীমের নাম প্রাইম মিনিস্টার স্কিল ইন্ডিয়া স্কীম।
প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া স্কীমের মূল উদ্দেশ্য হল দেশে বেকারত্বের হার কমিয়ে কর্মসংস্থান প্রদান করা। এই ‘প্রাইম মিনিস্টার স্কিল ইন্ডিয়া’র আওতায় থাকা ব্যক্তিদের ঘরে বসে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সাথে ভাতা বাবদ প্রদান করা হয় ৮০০০ টাকা। দেশের সমস্ত বেকার যুবক যুবতীরা এই স্কীমে আবেদনের যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এই স্কীমের বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের সাথে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন।
Skill India Scheme-এর সুবিধা
এই স্কীমের আওতায় থাকা ব্যক্তিরা বিশেষ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। এইসমস্ত সুবিধাগুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। এই স্কীমের আওতায় আবেদনকারীদের বিনামূল্যে ঘরে বসে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যক্তিদের কোর্সের সার্টিফিকেট দেওয়া হয়। আবেদনকারী ৪০টি ভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেতে পারেন। কোর্স চলা কালীন মাসিক ৮০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণের পর যে বিষয়ে আবেদনকারী দক্ষ হয়ে উঠবেন, সেই রোলেই চাকরি পেতে সাহায্য করা হয়। এই কোর্সের জন্য অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
Skill India Scheme-এ আবেদনের পদ্ধতি
এবারে জানানো যাক কিভাবে আবেদন করবেন এই স্কীমে। এই স্কীমে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজে থাকা স্কিল ইন্ডিয়া বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নিজেকে রেজিস্টার করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিগুলি অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ।
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.