West Bengal Job

মহিলাদের 12000 ও পুরুষদের 8000 টাকা করে দেবে কেন্দ্র সরকার-মাসে মাসে টাকা পাবেন | Central Govt New PM Kishan Scheme 2024

Published by
targetchakri.com

ভারতবর্ষের প্রতিটি জেলায় জেলায় এবং প্রত্যেকটি রাজ্যের চালু হচ্ছে নতুন একটি প্রকল্প যেখানে প্রতিটি মহিলাদের 12000 টাকা করে দেওয়া হবে এর সঙ্গে পুরুষদের দেওয়া হবে 8000 টাকা করে প্রতি মাসে মাসে। এতদিন রাজ্যের সব থেকে বড় প্রকল্প ছিল লক্ষী ভান্ডার প্রকল্প যেখানে 1000 ও 1200 করে টাকা দেওয়া হতো কিন্তু এবার এর থেকেও বড় প্রকল্প আসতে চলেছে যেখানে লক্ষ্মী ভান্ডার অতীত নতুন এই প্রকল্পের কাছে লক্ষ্মী ভান্ডার হার মানবে। যেখানে প্রতিটি মহিলাদের হাতে আসবে প্রচুর টাকা। নতুন এই প্রকল্পের সুবিধা সমগ্র ভারতবর্ষের প্রতিটি মহিলা এমনকি বাংলার মহিলারা উপভোগ করতে পারবেন। তাই যারা যারা এই প্রকল্পের নতুন সুবিধা উপভোগ করতে চান তাদের অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে হবে।


রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে টাকা দিয়ে থাকেন ঠিক তেমনি কেন্দ্র সরকার এবার নতুন একটি প্রকল্প নিয়ে এল যার মাধ্যমে মহিলাদের দেওয়া হবে 12000 টাকা, এখানে লক্ষী ভান্ডারে দেওয়া হতো 1000 টাকা তার তুলনায় বহু গুণে বেশি এই টাকা। তবে লক্ষী ভান্ডার প্রকল্পে পুরুষদের কোন টাকা দেওয়া হতো না কিন্তু এই প্রকল্পের পুরুষদের হাতেও 8000 করে টাকা তুলে দেওয়া হবে। তাহলে এই প্রকল্পের টাকা পেতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে।

সামনে রয়েছে ভোটার এই ভোটকে সামনে রেখে রাজ্যের জনসাধারণের মুখে হাসি ফোটাতে নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হচ্ছে। সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের হাতে টাকা এলে সংসারের অনেক বড় একটা উপকার হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের যে নতুন প্রকল্প এখানে সবথেকে বড় সুখবর হলো এই প্রকল্পে এবার থেকে 12000 করে টাকা দেওয়া হবে। তবে এর সঙ্গে আরও একটি বড় সুখবর হলো পুরুষরাও এখানে টাকা পেয়ে যাবেন এবং তাদের একাউন্টেও 8000 করে টাকা ঢুকবে।

তবে এই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না 6 টি কিস্তির মাধ্যমে এই টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে। আগে মোট তিনটি কিস্তির মাধ্যমে 2000 করে সর্বমোট কৃষকদের 6000 করে টাকা দেওয়া হতো। কিন্তু এবার থেকে প্রতি 2 মাসে মাসে 2000 করে সর্বমোট 12000 করে টাকা দেওয়া হবে।

তবে এই সুবিধা প্রথমে মহিলাদের জন্য চালু করা হবে এবং পুরুষেরা আগে যেভাবে টাকা পেয়ে যেতেন সেভাবেই পাবেন। অর্থাৎ মহিলারা প্রতি মাসে 12000 করে টাকা পেয়ে যাবেন এবং পুরুষেরা পেয়ে যাবেন 8000 করে টাকা।

এই প্রকল্পে আবেদন জানাতে হলে প্রার্থীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীর অবশ্যই আধার কার্ড থাকতে হবে। এক্ষেত্রে সরাসরি আপনারা আবেদন জানাতে পারবেন https://pmkisan.gov.in/এই ওয়েবসাইটে গিয়ে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Recent Posts

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

2 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

4 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

6 days ago

উচ্চ মাধ্যমিক পাশে পাট শিল্প দপ্তরে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা | Jute Corporation Recruitment

Jute Corporation Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

7 days ago