রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকারের মতো একটি ক্যাম্প, কি কি সুবিধা পাবেন জেনে নিন | Duare Sarkar Prakalpa

দুয়ারে সরকার প্রকল্পের অনুকরনে একটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই নতুন প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এই বিশেষ ক্যাম্প এর আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার প্রতি মুহূর্তে এই রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নতির দিকে লক্ষ্য রেখে চলেছে। এ রাজ্যের কৃষিকাজ থেকে শুরু করে শিল্পকলা প্রতিটি ক্ষেত্রেই উন্নতি ঘটানোর লক্ষে নতুন উদ্যোগ স্থাপন করা হচ্ছে।

শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে আগামী ২/১২/২০২৪ থেকে ২০/১২/২০২৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এবং পৌরসভার অধীনস্থ এলাকা গুলিতে অনুষ্ঠিত হতে চলেছে একটি নতুন ক্যাম্প। যার নাম হল “শিল্পের সমাধানে”। বিশেষ এই ক্যাম্পটি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র বয়ন দপ্তরের প্রচেষ্টায় অনুষ্ঠিত হতে চলেছে। এই শিল্পের সমাধানে ক্যাম্পে মোট ১২ টি সাহায্য মূলক পরিষেবা পাওয়া যাবে যার মাধ্যমে আমাদের রাজ্যের শিল্পী সম্প্রদায়ের মানুষেরা ভীষণ ভাবে উপকৃত হবেন।

“শিল্পের সমাধানে” ক্যাম্পে কোন কোন সুবিধা পাওয়া যাবে?
এই ক্যাম্পে যারা যারা অংশগ্রহণ করবেন তারা নিম্নলিখিত সুবিধা গুলি লাভ করতে পারবেন। যেমন-

১) এই ক্যাম্পে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের রাজ্য সরকারি প্রকল্পে সরাসরি আবেদন করা যাবে।

২) ভবিষ্যত ক্রেডিট কার্ড এর সুবিধা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।

৩) এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্তরের হস্তশিল্পীরা কাজের সরঞ্জাম পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

৪) রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পী ও হস্তশিল্পীরা ইতিমধ্যেই যেসব প্রকল্পের সুবিধা লাভ করছেন সেই সকল প্রকল্পের পরিষেবার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার সমাধান এই ক্যাম্পে পাওয়া যাবে।

৪) এই ক্যাম্পে অংশগ্রহণ করলে মৃত্যুকালীন সুবিধার জন্য আবেদন করা যাবে।

“শিল্পের সমাধানে” প্রকল্পটি চালু করার পিছনে রাজ্য সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য কি?
পশ্চিমবঙ্গ সরকার এই ডিসেম্বর মাসটিকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের মাস হিসেবে চিহ্নিত করেছে। আর সেই কারনেই এই শিল্পের সমাধানে ক্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পী ও হস্তশিল্পীদের উন্নতির কথা চিন্তা করেছে রাজ্য সরকার। এই ক্যাম্পে অংশগ্রহণ করার মাধ্যমে হস্তশিল্পীরা ও হস্তশিল্পের উদ্যোক্তারা হস্তশিল্পের নয়া পরিকল্পনা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের রাজ্য সরকারি প্রকল্প গুলিতে কিভাবে আবেদন করা যাবে, কিভাবে নিজের শিল্পী সত্ত্বাকে প্রকাশ করা যাবে সেই বিষয়েও এই ক্যাম্প থেকে ধারনা পাওয়া যাবে।

এই ক্যাম্প কত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে?
কিছুদিন আগেই আমাদের রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে এই শিল্পের সমাধান নামক ক্যাম্পটি অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করেছেন। তাদের ঘোষণা অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে এবং পৌরসভার অধীনস্থ এলাকা গুলিতে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে ২/১২/২০২৪ থেকে ২০/১২/২০২৪ পর্যন্ত।

এই ক্যাম্পের ফলে কি প্রভাব পড়বে?
উদ্যোক্তারা তাদের জন্য চালু করা বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। নতুন ব্যাবসা যারা শুরু করতে চান তারা প্রয়োজনীয় সরকারি সাহায্য ও পরামর্শ পাবেন। নতুন শিল্প সৃষ্টির মাধ্যমে একদিকে যেমন রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি হবে তেমনি পুরনো উদ্যোক্তাদের আয় বাড়বে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment