রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার প্রত্যেকেই নারী সমাজের উন্নতির জন্য মেয়েদের শিক্ষার অগ্রগতির কথা চিন্তা ভাবনা করে তাদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। সেই ভাবনা থেকেই রাজ্য সরকার চালু করেছে একটি নতুন শিক্ষাবৃত্তি প্রকল্প, যা বিশেষভাবে একমাত্র কন্যা সন্তানদের জন্য তৈরি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য, মেধাবী মেয়েরা যেন শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বন্ধ করতে না বাধ্য হয়। আপনার পরিবারে যদি একজন মেয়ে সন্তান থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 5000 করে টাকা। কি এই প্রকল্প ?কিভাবেই বা আপনারা এই টাকা পাবেন? চলুন সমাজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নতুন প্রকল্পের নাম ও উদ্দেশ্য
এই নতুন শিক্ষাবৃত্তি প্রকল্পের নাম – ‘একক কন্যা সন্তানের জন্য শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রকল্প’। নতুন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের একমাত্র কন্যা সন্তানদের বছরে ৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে, যা মূলত বই, স্টেশনারি, কোচিং বা অন্যান্য শিক্ষাগত খরচ মেটাতে সাহায্য করবে। আপনার বাড়িতে যদি এই কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারেন।
কারা এই বৃত্তি পাবেন?
এই প্রকল্পে আবেদন করতে হলে নীচের শর্তগুলি পূরণ করতে হবে:
• আবেদনকারীকে উক্ত রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• ছাত্রীটি বাবা-মায়ের একমাত্র কন্যা সন্তান হতে হবে, অর্থাৎ পরিবারে তার কোনো ভাইবোন থাকা চলবে না।
• দশম শ্রেণির পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে (মধ্যপ্রদেশ বোর্ড থেকে)।
• বর্তমানে ছাত্রীটি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।
• বিদ্যালয়ের মাসিক টিউশন ফি ১,৫০০ টাকার কম হতে হবে।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
আবেদনের সময় যেসব নথিপত্র লাগবে:
• জন্ম সার্টিফিকেট
• আধার কার্ড
• পাসপোর্ট সাইজের ছবি
• রেশন কার্ড
• বসবাসের শংসাপত্র
• দশম বা একাদশ শ্রেণীর মার্কশিট
• ব্যাঙ্ক পাসবই-এর কপি
• ভোটার আইডি (যদি প্রযোজ্য হয়)
আবেদন পদ্ধতি কীভাবে?
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই স্কলারশিপের জন্য শিক্ষার্থীদের নিজের স্কুলের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি স্কুলের মাধ্যমে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীর তথ্য মধ্যপ্রদেশ শিক্ষা পোর্টালে আপলোড করা হবে। আবেদন করার আগে প্রোফাইলটি যথাযথভাবে আপডেট করে নিতে হবে।
মেয়েদের শিক্ষায় বিনিয়োগ, সমাজের ভবিষ্যতের গ্যারান্টি। তাই যদি আপনার বা পরিচিত কারোর পরিবারে একমাত্র কন্যা সন্তান থেকে থাকেন, তবে এই প্রকল্পের সুযোগ পেতেই পারেন। সময়মতো আবেদন করে ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান।
SSC মামলা নিয়ে ফের একবার উত্তপ্ত শিক্ষক শিক্ষিকারা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু শিক্ষক…
চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড়…
যারা যারা স্নাতক পাস করে রয়েছেন সেই সমস্ত যুবক-যুবতীদের জন্য এল দারুণ সুখবর! ভারতের বৃহত্তম…
কলকাতা: ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা…
রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে…
ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC…