DA UPDATE

এপ্রিলের বেতনে সমস্ত সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়ল DA, মিলবে ৩ মাসের বকেয়াও

চলতি এপ্রিল মাসে সমস্ত ধরনের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এলো বিশাল বড়ো সুখবর। সরকারি কর্মীদের জন্য এবার বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি মহার্ঘ্য ভাতা (DA)। ইতিমধ্যেই কেন্দ্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, ফলে ৫৩% থেকে বেড়ে হয়েছে ৫৫%। এই বাড়তি টাকা এপ্রিলের বেতনের সঙ্গেই কর্মীদের হাতে আসবে। পাশাপাশি রাজ্য সরকারই কর্মী ও রাজ্যের সরকারি কর্মীদের জন্য বেতন ও মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধি করার পরিকল্পনা শুরু করেছেন। রাজ্য সরকার ও এবার প্রচুর পরিমাণে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবেন বলে শোনা যাচ্ছে।

DA বৃদ্ধির ফলে ঠিক কত টাকা পাবেন কর্মীরা?

এবার সমস্ত ধরনের সরকারি কর্মীদের মূল বেতন কিছুটা বৃদ্ধি পাবে। যারা স্বল্প বেতনে চাকরি করতেন অর্থাৎ গ্রুপ ডি লেভেলের কর্মচারীদের নূন্যতম বেতন (যাদের মূল বেতন ১৮,০০০ টাকা) প্রতি মাসে ৩৬০ টাকা বেশি পাবেন। তার মানে, শুধুমাত্র DA বৃদ্ধির জন্য তারা পেয়ে যাবেন অতিরিক্ত ১,০৮০ টাকা বকেয়া সহ মোট ১,৪৪০ টাকা। অর্থাৎ আগের তুলনায় প্রচুর বেতন বাড়বে সমস্ত সরকারি কর্মীদের।

 

অন্যদিকে, যে সমস্ত কর্মীরা পেনশনভোগী রয়েছেন অর্থাৎ অবসরপ্রাপ্তরা যাঁদের মাসিক পেনশন ৯,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে ১৮০ টাকা করে বেশি পাবেন। বকেয়া হিসেবে পাবেন অতিরিক্ত ৫৪০ টাকা।

 

পেনশনভোগীদেরও মিলবে সুবিধা

রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে প্রায় DA বাড়ার ফলে উপকৃত হবেন ৬৬.৫ লক্ষ পেনশনভোগী। চলতি মাস থেকেই অর্থাৎ এপ্রিল থেকেই তাঁদের মাসিক পেনশনে এই নতুন হারে অর্থ যুক্ত হবে। এই পদক্ষেপে প্রবীণ নাগরিকদের আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা হলেও বাড়বে।

 

৮ম বেতন কমিশনের অপেক্ষায়

ইতিমধ্যে কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছেন অষ্টম পে কমিশন এবং সেটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টম পে কমিশনের প্রাথমিক অনুমোদন দিয়েছেন। ফলে কেন্দ্রীয় সরকারি এবং পেনশনভোগ কর্মীদের বেতন কাঠামোতে বড়ো পরিবর্তন আসতে পারে আগামী দিনে।

 

বার্ষিক বিশেষ ভাতা কারা পাবেন?

ইতিমধ্যেই আরো জানানো হয়েছে যে সমস্ত কর্মীরা সেনাবাহিনী, CAPF, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, পুলিশ, কাস্টমস ও অন্যান্য ইউনিফর্মধারী বিভাগে কর্মরতর রয়েছেন তাদের বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত ভাতা বাড়তে পারে। এর পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট পদ যেমন রেলওয়ের ট্র্যাকম্যান, স্টাফ কার ড্রাইভার এবং ক্যান্টিন কর্মীরা বছরে ৫,০০০ টাকার স্পেশাল ভাতা পাবেন।

Target Chakri

Recent Posts

  • Summer Vacation

Summer Vacation: এবছর মিলছে সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি, ৫১ দিন বন্ধ থাকবে স্কুল!

 চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড়…

3 hours ago
  • West Bengal

বেকারদের জন্য দারুণ সুযোগ: LIC দিচ্ছে ৩০ হাজার টাকার ইন্টার্নশিপ, থাকছে সার্টিফিকেট ও সুপারিশপত্র!

যারা যারা স্নাতক পাস করে রয়েছেন সেই সমস্ত যুবক-যুবতীদের জন্য এল দারুণ সুখবর! ভারতের বৃহত্তম…

1 day ago
  • রাজ্য

Primary TET Case: ফের চাকরি হারানোর ভয়ে ৩২ হাজার শিক্ষক! সিঁদুরে মেঘ ২৮ এপ্রিল থেকে শুরু হাইকোর্টে শুনানি

কলকাতা: ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা…

2 days ago
  • রাজ্য

পশ্চিমবঙ্গে চাকরির দিশা, মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে আসছে এক লক্ষ নতুন নিয়োগ, স্বপ্নের দোরগোড়ায় যুবসমাজ

রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে…

2 days ago
  • Tech News

Pradhanmantri AC Yojana 2025: ৫-স্টার এসি কিনলে মিলবে মোদির প্রকল্পে বিশেষ ছাড় ও বিদ্যুৎ ভর্তুকি! জেনে নিন কারা পাবেন সুবিধা ও কীভাবে করবেন আবেদন

ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC…

5 days ago
  • QUIZ AND MOCK TEST

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর (mock test), সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত | Mock Test for All Exam Part-3

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ…

6 days ago