HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার পক্ষ থেকে ওই সংস্থার অধীনে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা দেশের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় যেমন নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থার নাম:-

হিন্দুস্থান অ্যারোনস্টিক লিমিটেড (HAL) তার ২০২৪-২৫ এর অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রোগ্রাম এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস ট্রেনি অর্থাৎ শিক্ষানবিশ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি হল একটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা।

শূন্যপদ গুলির নাম:-

হিন্দুস্থান অ্যারোনস্টিক লিমিটেড নিম্নোক্ত পদ গুলিতে অ্যাপ্রেন্টিস ট্রেনি বা প্রশিক্ষণকারী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেগুলি হল-

১) গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
৩) নন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস

যোগ্যতার মানদন্ড:-

গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

নন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-

হিন্দুস্থান অ্যারোনস্টিক লিমিটেড এর অধীনে উল্লেখ্য তিন ধরনের পদে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

১) সর্বপ্রথম হিন্দুস্থান অ্যারোনস্টিক লিমিটেড (HAL) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর সেখানে HAL ক্যারিয়ার অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর নিজের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

৪) অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে Apply Now অপশনে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।

৫) এরপর সেই ফর্মে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে পূরণ করতে হবে।

৬) সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-

হিন্দুস্থান অ্যারোনস্টিক লিমিটেড (HAL) এর অধীনে উল্লেখিত শূন্যপদ গুলির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার মানদন্ডের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ও স্কিল টেস্টের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ১০/১০/২০২৪ তারিখে। তার পর থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৫/১০/২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment