HDFC ব্যাংকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশেই ১২ হাজার কর্মী নিয়োগ | HDFC Bank 12000 Job Recruitment

Published by
targetchakri.com

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার উচ্চমাধ্যমিক পাসে HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় ১২ হাজারের বেশি শূন্য পদ রয়েছে । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ট্রেনিং এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- HDFC ব্যাঙ্কে প্রায় ১২ হাজারের বেশি শূন্য পদ রয়েছে। নীচে পদগুলির নাম উল্লেখ করা হলো –

1. General Manager.

2. Finance And accounting.

3. Customer service Executive.

4. Manager.

5. Head of Operations.

6. Prohibitory Office.

7. Analytice.

8. Customer Relationship Manager.

9. Clerk.

10. Branch Manager.

11. Network Engineer .

12. Expert Officer .

13. Assistant Manager .

14. Recovery Officer .

15. Administration

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরি প্রার্থীরা। মাধ্যমিক পাশ , উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক ডিগ্রি পাসে বিভিন্ন রকমের পদে চাকরি রয়েছে।

বয়স :- প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি হলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতন :- এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 14,500-25,000 টাকা পর্যন্ত।

কাজের ধরন :- এখানে যে সকল প্রার্থী চাকরি করবেন তাদের ইনডোরের মধ্যে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া :- প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । প্রথমে গুগল ক্রমে HDFC CAREER লিখে সার্চ দিতে হবে । তারপর আপনার যেটা পছন্দ সেই পদটি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে একটা লিংক আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি নির্দেশনা দেয়া থাকে সেটি ভালো করে পড়ে ক্লিক করতে হবে। তারপর পার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং প্রার্থীর একটি সুন্দর বায়োডাটা আপলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটি হল – https://www.hdfcbank.com

নিয়োগ প্রক্রিয়া :- প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেক্ট হলে তারপর প্রার্থীদের ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।

ছুটির তালিকা :- এখানে প্রর্থীদের সরকারী নিয়ম অনুযায়ী ছুটির ব্যবস্থা রয়েছে । প্রার্থীদের ছুটি দেওয়া হবে সপ্তাহে, দুটো শনিবার ও চারটে রবিবার।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE:CLICK HERE
APPLY NOW: CLICK HERE

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

4 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago