রাজ্যে ICT কম্পিউটার শিক্ষক নিয়োগ | ICT Instructor Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ICT Instructor এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 350 টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে মূলত 5 বছরের চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম :- ICT Instructor.

শূন্য পদ :- 350 টি।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুয়েশন পাস। অথবা কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে অথবা MCA / BCA / BSc. IT/ B.E./ B.Tech/ M.tech করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ইংলিশে ভালো নলেজ থাকতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 55 বছরের মধ্যে।

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা তাদের নিজস্ব বায়োডাটা তৈরি করে ইমেইল এর মাধ্যমে [email protected] পাঠিয়ে দেবেন।

আবেদন মূল্য :- এখানে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা ও এসসি এসটি প্রার্থীদের জন্য 250 টাকা করে আবেদন মুল্য দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ ও শর্ট লিস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

এ্যাডমিট কার্ডের বিষয়ে জানতে https://www.tcil.net.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment