ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪১,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ | Indian Army Job Recruitment 2024

ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪১,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ।

ন্যুনতম মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের ঘোষণা। দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান আর্মি। এই মর্মে সম্প্রতি ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে ৪১,৮২২ টি শূন্যপদে গ্ৰুপ সি কর্মী নেওয়া হবে। সারা দেশ জুড়ে চলবে এই নিয়োগ প্রক্রিয়া। সারা দেশের যে কোনো জায়গা থেকে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য বিশদে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

ইন্ডিয়ান আর্মির অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিপার্টমেন্টে একাধিক ধরনের শূন্যপদে মোট ৪১,৮২২ জনকে নিয়োগ করা হবে। যে যে শূন্যপদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

পদের নামNumber of Vacancies
মেট27,920 Posts
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)11,316 Posts
স্টোর কিপার1,026 Posts
ড্রাফটস ম্যান944 Posts
আর্কিটেক্ট ক্যাডার (Group A)44 Posts
বেরাক & স্টোর অফিসার120 Posts
সুপারভাইজার (Barrack & Store)534 Posts
মোট শূন্যপদ41,822 Posts

পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা:-

এক্ষেত্রে যেহেতু কোনো নির্দিষ্ট এক ধরনের শূন্যপদে নয় একাধিক ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে তাই পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাস, ITI, ডিপ্লোমা ইত্যাদি যোগ্যতা গুলি থাকলে এইসব শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

বয়সসীমা:-

যেহেতু ইন্ডিয়ান আর্মির অধীনে নিয়োগ করা হবে তাই কেবলমাত্র বেকার যুবকেরাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদন কারী যুবকের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:-

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইন মোডে চাকরির জন্য আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে তার পরেই আবেদন করতে হবে।

১) সবার আগে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (MES) এর অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in এ ভিজিট করতে হবে।

২) তারপর হোম পেজের Indian army MES নিয়োগ ২০২৪ এর বিজ্ঞপ্তির পিডিএফ সার্চ করতে হবে।

৩) এরপর সেখানে Apply online লিঙ্কে ক্লিক করতে হবে।

৪) তারপর একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৫) তারপর পদ বিশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদন মূল্য:-

ইন্ডিয়ান আর্মির অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে আবেদন করতে হলে আবেদন মূল্য হিসেবে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদেরকে ৫০০ টাকা করে জমা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, PWD প্রার্থীদের আবেদন মূল্যের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-

এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই অর্থাৎ গত ১৬/১০/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে টানা একমাস ধরে অর্থাৎ আগামী ১৬/১১/২০২৪ পর্যন্ত।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment