ITBP Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ITBP। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ITBP Recruitment 2024-এর বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে Indo-Tibetan Border Police অর্থাৎ ITBP-র তরফ থেকে।
পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৮১৯টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বেতন কাঠামো : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মাসিক ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে দুটি যোগ্যতার প্রয়োজন সেটি হল –
Matriculation or 10th class pass
NSQF Level-1 Food Production or Kitchen Course from National Skill Development Corporation or Institute recognized by National Skill Development Corporation
প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট।
নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের এই পদের জন্য ৪টি ধাপে বেছে নেওয়া হবে। যথা –
Physical Efficiency Tests (PET)
Physical Standard Test (PST)
Written Test
Documents Verification
Medical Examination
ITBP Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করলেই কাজ শেষ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু আবেদনমূল্য দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ১০/১০/২০২৪। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
ONLINE APPLY: CLICK HERE
Low Investment Business Ideas : দিনের পর দিন বেড়েই চলেছে দেশে বেকারত্বের সংখ্যা। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও দুর্নীতির জেরে হচ্ছে না কোন লাভ। তাই এই মুহূর্তে ভরসা শুধুমাত্র ব্যবসা। তবে এমন কিছু যুবক যুবতী রয়েছে যারা টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের প্রতিবেদনে আমরা নিয়ে হাজির হয়েছি একাধিক স্বল্প বিনিয়োগের বিজনেস আইডিয়া।
Low Investment Business Ideas-এর বিস্তারিত তথ্য
আচার তৈরি : স্বল্প বিনিয়োগে যে সমস্ত ব্যবসাগুলি করা যায় সেগুলির মধ্যে একটি হল আচারের ব্যবসা। মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে বাজার থেকে কাঁচামাল কিনে আচার বানিয়ে বিক্রি করে আপনি প্রায় ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।
ব্লগিং : স্বল্প বিনিয়োগে যে সমস্ত ব্যবসাগুলি করা যায় সেগুলির মধ্যে অন্যতম হলো ব্লগিং। নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করতে হয়। এই ব্লক প্রমোটের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করা যেতে পারে।
যোগব্যায়ামের ক্লাস : স্বল্প বিনিয়োগে আপনি আরও একটি ব্যবসা করতে পারেন যেটির নাম হল যোগব্যায়ামের ক্লাস। এই ক্লাস আপনি অফলাইন এবং অনলাইন দুভাবেই করাতে পারবেন। এই ক্লাসের মাধ্যমে আপনাকে শেখাতে হবে কিভাবে নিজের শরীরের যত্ন নিতে হয় একটি মানুষকে।
টিফিন পরিষেবা : নিজের বাড়ি থেকেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। নিজের রান্না করে খাবার বানিয়ে আপনি মানুষদের কাছে পৌঁছে দেবেন। এই টিফিন পরিষেবার প্রচারের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা নিজের ওয়েবসাইট খোলা যেতে পারে।
উপরে যে চারটি ব্যবসার সম্পর্কে আলোচনা করা হলো সেগুলিতে খুবই অল্প বিনিয়োগ করতে হয়। প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.