কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর! বেড়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা।
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিশাল বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রাপ্য টাকার পরিমাণ বাড়ানো হল। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের দেশ তথা রাজ্যের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল অর্থাৎ কৃষিকাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। তাই এই দেশ তথা রাজ্যের কৃষি উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই এখনও পর্যন্ত অনেক ধরনের প্রকল্প চালু করেছে। এমনই এক গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প। যার মাধ্যমে এ রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই প্রকল্পের বিষয়ে একটি সুসংবাদ শোনা গিয়েছে। রাজ্য সরকারি সূত্রে জানা গিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কত টাকা বাড়ানো হয়েছে, কবে থেকে এই অতিরিক্ত টাকা পাওয়া যাবে এইসব বিষয় গুলির সম্পর্কে।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে সব কৃষকেরা টাকা পান তাদেরকে তাদের প্রাপ্য টাকা একবারে দেওয়া হয় না। তা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মরশুমে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমে। এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রাপ্য টাকা পেয়ে এতদিন পর্যন্ত এ রাজ্যের কৃষকেরা গভীর ভাবে উপকৃত হয়েছেন। তবে এবার থেকে এই প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা লাভ করতে পারবেন।
রাজ্য সরকারের কারেন্ট আপডেট অনুযায়ী জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলা গুলির মতো হুগলি জেলাতেও ২০২৪ – ২৫ অর্থ বর্ষের খারিফ মরশুমে পাওয়া টাকা দিয়ে গত শনিবার থেকে ধান কেনার কাজ শুরু করে দিয়েছে এ রাজ্যের কৃষকেরা। তবে এখনো পর্যন্ত রাজ্যের সব এলাকায় আমন ধান পর্যাপ্ত পরিমাণে না মেলার কারনে ধানের গো ডাউন গুলিতে কৃষকদের ভিড় তেমন একটা ছিল না। এই বছর অধিক বৃষ্টিপাতের কারণে প্রচুর আমন ধান নষ্ট হয়ে গেছে। সেই কারণেই এক কুইন্টাল ধানের বিনিময়ে কৃষকেরা কতটা পরিমাণ চাল পাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
পশ্চিমবঙ্গ জেলা খাদ্য দপ্তরের মারফত জানা গিয়েছে প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়ে যাওয়ার কারনে রাজ্য সরকারের পক্ষ থেকে ধানের সহায়ক মূল্যের পরিমাণ বাড়ানো হয়েছে। যার ফলে কুইন্টাল প্রতি ১১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩২০ টাকা। এছাড়াও খাদ্য দপ্তরের তরফে এও জানানো হয়েছে যে এই বছর হুগলি প্রশাসন সংশ্লিষ্ট জেলার কৃষকদের জন্য মোট ৭.৫ লক্ষ টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও রাজ্য সরকারি সূত্রে জানা গিয়েছে এবারে আমাদের রাজ্যে নতুন করে আরও ৬০ টি CPC খোলা হচ্ছে। এই CPC গুলিতে কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত ধান নিয়ে আসবে এবং রাজ্য সরকার সেগুলি কিনে নেবে। এই CPC কেন্দ্র গুলি চালু হতে না হতেই প্রথম দিনেই মোট ২৯ কুইন্টাল ৩০ কেজি চাল কেনা হয়েছে। এছাড়াও রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ধান কেনার জন্য শুধু যে CPC গুলির উপরেই সরকার নির্ভর করে বসে রয়েছে এমনটা নয়। স্বনির্ভর গোষ্ঠী, এফ পি এবং সমবায় সমিতির কাছ থেকেও ধান কিনবে রাজ্য সরকার। আর কৃষকদের উৎপাদিত ধান কতটা পরিমাণে স্বচ্ছ তা যাচাই করতে সব জায়গায় ইলেকট্রনিক্স যন্ত্র ই-পস ব্যাবহার করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.