লক্ষী ভান্ডার এখন অতীত! এবার থেকে ছেলেদেরও মাসে দেওয়া হবে 10 হাজার করে টাকা | Ladla Bhai Yojana

Ladla Bhai Yojana : Ladli Behena Yojana-র মাধ্যমে আগেই মহিলা ভোটারদের আকৃষ্ট করেছে রাজ্য সরকার। এবারে পালা পুরুষ ভোটারদের। এই পুরুষ ভোটারদের জন্য এবারে বড়ো প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার। প্রকল্পের নাম কি? কি সুবিধা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের আওতায়? কারা কারা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের সুবিধা? সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

Ladli Behena Yojana অনুসারে এই প্রকল্পটির নাম রাখা হয়েছে Ladla Bhai Yojana। এই প্রকল্পের আওতায় পুরুষ ভোটারদের আকৃষ্ট করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় ছেলেরা মাসিক ১০,০০০ টাকার অনুদান পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে।

Ladla Bhai Yojana-র সুবিধা

গণমাধ্যমকে দেওয়া দেওয়া মুখ্যমন্ত্রীর তথ্য অনুসারে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকারত্বের পরিমাণ কমবে। এই লাডলা ভাই স্কিমের আওতায় যুবকরা কারখানায় শিক্ষানবিশ পাবেন এবং সরকার থেকে তাঁদের ভাতাও দেওয়া হবে। এবারে জানাবো এই প্রকল্পের আওতায় কত টাকা পাওয়া যাবে।

Ladla Bhai Yojana-র আওতায় কত টাকা পাবেন?

এই যোজনার আওতায় রাজ্যের কোন প্রার্থীরা কত টাকা পাবেন তা বিস্তারিত ভাবে জানাবো। এই প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক পাশ করা যুবকরা মাসিক ৬,০০০ টাকা করে পেতে পারেন। ডিপ্লোমা করা যুবকরা মাসে ৮,০০০ টাকা করে পেতে পারেন। স্নাতক পাশ যুবকদের এই প্রকল্পের আওতায় মাসিক ১০,০০০ টাকা করে দেওয়া হবে।

উপসংহার :- আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনো আসেনি। Ladli Behena Yojana-র ঘোষণা হয়েছে মহারাষ্ট্র সরকার তরফ থেকে ঠিক তেমনি ওই রাজ্যের যুবকদের জন্য এই প্রকল্পটি চালু করেন। তিনি বলেন, “আজ রাজ্যে বিপুল সংখ্যক যুবক বেকার, কিন্তু রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকারের কোনও পরিকল্পনা নেই”।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment