West Bengal

বেকারদের জন্য দারুণ সুযোগ: LIC দিচ্ছে ৩০ হাজার টাকার ইন্টার্নশিপ, থাকছে সার্টিফিকেট ও সুপারিশপত্র!

যারা যারা স্নাতক পাস করে রয়েছেন সেই সমস্ত যুবক-যুবতীদের জন্য এল দারুণ সুখবর! ভারতের বৃহত্তম জীবনবীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এবার নিয়ে এসেছে আকর্ষণীয় বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম

এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করলে আপনি পাবেন প্রতি মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সার্টিফিকেট এবং সুপারিশপত্র যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।

LIC Internship 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য:

ইন্টার্নশিপ কোথায় হবে? এই প্রশিক্ষণটি সরাসরি আহমেদাবাদ শহরে অফিসে উপস্থিত থেকে করতে হবে। যারা যারা এই ইন্টার্নশীপে অংশগ্রহণ করবেন তাদের ৬ মাস ইন্টার্নশিপ করতে হবে।

 

কারা আবেদন করতে পারবেন?

যেকোনো বিষয়ে স্নাতক পাস করা থাকলেই এবং যাদের বীমা বা মার্কেটিং ফিল্ডে কাজের আগ্রহ আছে, তারা আবেদন করতে পারবেন।

 

ইন্টার্নশিপে কী করতে হবে?

  1. নতুন গ্রাহকদের কাছে LIC-এর পলিসি এবং সুবিধা তুলে ধরতে হবে।
  2. পুরনো গ্রাহকদের সাহায্য ও পরামর্শ প্রদান করা এবং কোন সমস্যা হলে তার সমাধান করতে হবে।
  3. সংস্থার জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করার জন্য সাহায্য করতে হবে।

 

স্টাইপেন্ড ও সুবিধাসমূহ:

  • যারা যারা এখানে আবেদন করবেন তাদের প্রতি মাসে 16,000 – 30,000 পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।
  • অফিসিয়াল সার্টিফিকেট ও সুপারিশপত্র, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে আপনাকে বিশেষ সাহায্য প্রদান করবে।
  • বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ পাওয়া যাবে এখানে।

 

কিভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় আপনার ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

 

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন করতে পারবেন ১১ মে, ২০২৫ তারিখ পর্যন্ত

 

[FAQs]

Q: এই ইন্টার্নশিপে বয়সসীমা কত? A: নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, তবে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

Q: এই ইন্টার্নশিপ কি সম্পূর্ণ ফ্রি? A: হ্যাঁ, আবেদন ও প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে।

Q: ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা? A: সার্টিফিকেট ও সুপারিশপত্র চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে।

Q: আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন? A: না, নতুন স্নাতকেরাও আবেদন করতে পারেন।

Target Chakri

Recent Posts

  • SSC

Super Numeric Post বিতর্ক: রাজ্যের কৈফিয়ত তলব হাইকোর্টে, বিকাশরঞ্জনের চেম্বার ঘেরাওয়ে উত্তেজনা

SSC মামলা নিয়ে ফের একবার উত্তপ্ত শিক্ষক শিক্ষিকারা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু শিক্ষক…

35 minutes ago
  • Summer Vacation

Summer Vacation: এবছর মিলছে সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি, ৫১ দিন বন্ধ থাকবে স্কুল!

 চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড়…

1 day ago
  • রাজ্য

Primary TET Case: ফের চাকরি হারানোর ভয়ে ৩২ হাজার শিক্ষক! সিঁদুরে মেঘ ২৮ এপ্রিল থেকে শুরু হাইকোর্টে শুনানি

কলকাতা: ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা…

3 days ago
  • রাজ্য

পশ্চিমবঙ্গে চাকরির দিশা, মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে আসছে এক লক্ষ নতুন নিয়োগ, স্বপ্নের দোরগোড়ায় যুবসমাজ

রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে…

3 days ago
  • Tech News

Pradhanmantri AC Yojana 2025: ৫-স্টার এসি কিনলে মিলবে মোদির প্রকল্পে বিশেষ ছাড় ও বিদ্যুৎ ভর্তুকি! জেনে নিন কারা পাবেন সুবিধা ও কীভাবে করবেন আবেদন

ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC…

6 days ago
  • QUIZ AND MOCK TEST

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর (mock test), সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত | Mock Test for All Exam Part-3

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ…

7 days ago