ডিসেম্বর মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ, প্রত্যেকে পাবেন ২০০০ করে টাকা

ডিসেম্বর মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ, নয়া আপডেট রাজ্য সরকারের।

বাংলার মা বোনেদের উদ্দেশ্যে এক দুর্দান্ত খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের এক নয়া আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই আমাদের চ্যানেলের তরফ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে আমরা আপনাদের জানিয়েছিলাম যে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ আগামী কিছুদিনের মধ্যেই বাড়ানো হবে। তবে কবে থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এতদিন পর্যন্ত কোনো রকম দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে এবারে সেই প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে এই ভাতা বৃদ্ধির দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কবে থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে? কত টাকা করে বাড়ানো হচ্ছে? এইসব বিষয় গুলির সম্পর্কে বিস্তারিত তথ্য।

বর্তমানে আমাদের রাজ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মধ্যে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের মোট খরচ হয়েছে ৪৮,৪৯০ টাকা। তবে এবারে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকা করা হলে রাজ্য সরকারের সেই খরচের পরিমাণ ৪৮,৪৯০ টাকা থেকে বেড়ে হবে ৫৪,০০০ কোটি টাকা। লক্ষীর ভান্ডার প্রকল্পের দরুন মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গর্বের সহিত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য এবং তৃনমূল সরকারই একমাত্র সরকার যে লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ ভারতের বাকি সব রাজ্য গুলির কাছে আইডল হয়ে উঠেছে। সব চাইতে বড় সুবিধার বিষয়টি হল এই প্রকল্পের আওতায় একটি পরিবার থেকে একাধিক মহিলা ভাতার সুবিধা পেয়ে থাকেন।

সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আমাদের রাজ্যের আরও অতিরিক্ত ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে আমাদের রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আগামী ডিসেম্বর মাস থেকে আরও অতিরিক্ত ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হলে সংখ্যাটা বেড়ে হবে ২ কোটি ২৬ লক্ষ ৭ হাজার টাকা।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গ্ৰাহকের সংখ্যা বাড়ানো সাথে সাথে আগামী ডিসেম্বর মাস থেকে সদ্য বিধবা হয়েছেন এমন ৪৩ হাজার ৯০০ জন মহিলাকে বিধবা ভাতার টাকা দেওয়া শুরু করা হবে। যার ফলে আমাদের রাজ্যের মোট ২০ লক্ষ ৭৫ হাজার বিধবা নারী বিধবা ভাতার সুবিধা লাভ করবেন। এছাড়াও বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকার তার নিজস্ব রাজকোষ থেকে অর্থ ব্যায় করে সেই সকল রাজ্যবাসী যারা সত্যিকারের বাংলা আবাস যোজনার আওতায় ঘর বানানোর জন্য যোগ্য তাদেরকে বাসস্থান নির্মান করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপাতত ১২ লক্ষ পরিবারকে বাংলা আবাস যোজনার মাধ্যমে বাসস্থান নির্মানের জন্য বরাদ্দ টাকার প্রথম কিস্তির টাকা ১৫ ই ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। বাকি ২৪ লক্ষ পরিবারকে কিছুদিন পর এই টাকা দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment