নতুন এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে ৮০০ টাকা করে পাবেন সকলে- জানুন বিস্তারিত | Medhashree Prakalpa Apply Now

Medhashree Prakalpa : মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের জন্য নানান জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন একাধিকবার। এইসমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। বর্তমানে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে মহিলা এবং পড়ুয়াদের দিকে মূল লক্ষ্য রাজ্য সরকারের। তাই পড়ুয়াদের জন্য একাধিক বৃত্তি মূলক প্রকল্পের ঘোষণা করেছেন মূখ্যমন্ত্রী। আজকের প্রতিবেদনে আমরা রাজ্য সরকারের একটি বৃত্তি প্রকল্প নিয়ে আলোচনা করবো। এই প্রকল্পের নাম মেধাশ্রী প্রকল্প।

এই Medhashree Prakalpa আসলে কি?

পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একাধিক বৃত্তি প্রকল্পের ঘোষণা করেন। মেধাশ্রী তেমনই একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার দরিদ্র ও মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করে থাকেন। রাজ্যে এমন অনেক পরিবার আছে যারা আর্থিক সমস্যার কারণে সন্তানদের উচ্চশিক্ষার খরচ চালাতে পারেন না। এইসমস্ত পড়ুয়াদের এবার উচ্চশিক্ষার খরচ বহন করবে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় কত টাকা বৃত্তি পাবে পড়ুয়ারা? কিভাবেই বা করবেন আবেদন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

এই প্রকল্পের আওতায় কত টাকার স্কলারশিপ পাবে পড়ুয়ারা?

মেধাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য পেয়ে থাকে। ফলে রাজ্যে শিক্ষার মান বৃদ্ধি পায়। এই প্রকল্পের ৩টি ভাগ রয়েছে। যথা উচ্চমাধ্যমিক স্তরের জন্য মেধাশ্রী প্রকল্প, স্নাতক স্তরের জন্য মেধাশ্রী প্রকল্প, স্নাতকোত্তর স্তরের জন্য মেধাশ্রী প্রকল্প। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাথীরা মাসিক ৮০০ টাকার বৃত্তি পেয়ে থাকেন। স্নাতক স্তরের শিক্ষাথীরা মাসিক ১৫০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন। স্নাতকোত্তর স্তরের শিক্ষাথীরা মাসিক ২০০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন। এবারে আপনাদের জনাব এই স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে।

মেধাশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম ৫০% নম্বর পেয়ে আগের শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। ৫০% নম্বর না থাকলে এই প্রকল্পের সুবিধা উপভোগ করা যাবে না। এছাড়াও এই প্রকল্পে আবেদনের কিছু শর্ত আছে যা আপনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের স্কলারশিপ প্রদানকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নির্দিষ্ট লিংকে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। তারপর আবেদনের নির্দিষ্ট লিংকটি খুঁজে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment