West Bengal Job

11588 শূন্য পদে রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | NTPC Recruitment 2024

Published by
targetchakri.com

NTPC Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ITBP Recruitment 2024-এর বিস্তারিত তথ্য

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist, Commercial Cum Ticket Clerk, Accounts Clerk cum Typist, Junior Clerk cum Typist ও Trains Clerk পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : সব মিলিয়ে মোট ১১,৫৫৮টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি কর্মী নিয়োগ করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

বেতন কাঠামো : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট।

NTPC Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করলেই কাজ শেষ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু আবেদনমূল্য দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২০/১০/২০২৪।

যেসব ডিভিশন থেকে আবেদন করা যাবে সেগুলি হল— আমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভূপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চন্ডিগড়, চেন্নাই, গোরক্ষপুর, গোয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, প্রয়াগ রাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি এবং তিরুপন্তিপুরম। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Recent Posts

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

2 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

4 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

6 days ago

উচ্চ মাধ্যমিক পাশে পাট শিল্প দপ্তরে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা | Jute Corporation Recruitment

Jute Corporation Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

7 days ago