নতুন এই প্রকল্পে আবেদন করলে পাবেন 75 হাজার টাকা | PM Yashasvi Scholarship

PM Yashasvi Scholarship : ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি পড়ুয়াদের উচ্চশিক্ষা, সমস্ত দিকেই সমানভাবে নজর রেখে চলেছেন তিনি। দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের সাহায্যের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন তিনি।

আজকের প্রতিবেদনে আমরা এমনই একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছি। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী যশস্বী যোজনা। কারা পারবেন আবেদন করতে? কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে? কিভাবেই বা করবেন আবেদন? সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

কারা পাবেন এবং কত টাকা পাবেন?

এই যোজনার মূল উদ্দেশ্য দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাহায্য করা। যশস্বী যোজনা শুধুমাত্র ৯,১০,১১ এবং ১২ শ্রেনীর ছাত্র ছাত্রীদের দেওয়া হবে। এই স্কীমের আওতায় থাকা নবম ও দশম শ্রেনীর শিক্ষাথীরা পাবেন ৭৫,০০০ টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে ১,২৫,০০০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপ পাবার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। কি সেই যোগ্যতা? জানাবো স্টেপ বাই স্টেপ। প্রথমত শিক্ষার্থীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। তৃতীয়ত শিক্ষার্থীকে আগের শ্রেণীতে ভালোভাবে উত্তীর্ণ হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীদের যেসমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি হল আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস।

PM Yashasvi Scholarship-এ আবেদনের পদ্ধতি

সবার প্রথমে জানিয়ে রাখি এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে স্কলারশিপ প্রদানকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে। তারপর লগইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করে দিলেই কাজ শেষ।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment